সন্দীপ চক্রবর্তী: পুজো মানেই সরকারি কর্মচারীদের লম্বা ছুটি। আর ছুটি মানেই ঘুরতে যাওয়া। ভ্রমণের অনেকটা অর্থ যখন আসে সরকারের খাত থেকে তখন যেন ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে। কিন্তু এবার কর্মীদের সতর্ক করল নবান্ন। বেড়াতে যাওয়ার খরচে লাগাম টানল রাজ্য সরকার। সব ধরনের অস্বচ্ছতা কাটাতে নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, লিভ ট্রাভেল কনসেশন অর্থাৎ এলটিসির ক্ষেত্রে শুধুমাত্র যাতায়াতের ভাড়াই দেবে রাজ্য। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার আগে জেনে রাখুন নয়া নির্দেশিকায় কী কী বলা হয়েছে।
[আরও পড়ুন: পুজোর শহরে কাশীর ঘাটে মুক্তির পথ খুঁজবে বউবাজারের স্যাঁকরা পাড়া]
চারবছর অন্তর দেশের মধ্যে অথবা বিদেশে একবার করে ঘুরতে যাওয়ার জন্য সরকারি কর্মীদের অর্থ দেয় রাজ্য। নিয়ম অনুযায়ী, ট্রেন, বাস বা বিমানে যাতায়াতের খরচ দেবে সরকার। বাকি খরচ কিছু দেওয়া হবে না। কিন্তু অদ্ভুতভাবে অর্থ দপ্তর জানতে পারে, বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে এলটিসিতে। আসলে প্যাকেজ ট্যুরের যাবতীয় খরচের বিল কর্মচারীরা জমা দেয় সরকারকে। যার মধ্যে থাকে হোটেল ভাড়া থেকে খাওয়ার খরচ, সবই। আর এই কারণেই খরচে লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এদিন নবান্নর তরফে জানানো হয়, কোনও প্যাকেজ ট্যুরের বিল দেওয়া হলেও শুধু যাতায়াত ভাড়াই দেওয়া হবে। সেক্ষেত্রে টিকিট কাটতে হবে কেবল কাউন্টার বা ওয়েবসাইট থেকে। কর্মীদের বিলের সঙ্গে সেই টিকিটও জমা দিতে হবে। ট্রাভেল এজেন্সি মারফত টিকিট কাটলে টাকা পাওয়া যাবে না। এছাড়া ছুটিতে থাকাকালীন ভ্রমণে ট্রেন বা বিমানের টিকিটে ছাড়ের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। অর্থ দপ্তরের হাতে এমন বেশ কয়েকটি বিল এসে পৌঁছেছিল, যেখানে প্যাকেজ ট্যুরের সবটা যুক্ত করা হয়েছিল। সেই কারণেই জারি হল নয়া নির্দেশিকা।
[আরও পড়ুন: ‘রাজনৈতিক স্বার্থে NRC-র বিরোধিতা’, বিধানসভায় বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ বিজেপির]
The post সরকারি কর্মচারীদের এলটিসিতে লাগাম টানল রাজ্য, জারি নয়া নির্দেশিকা appeared first on Sangbad Pratidin.