সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকার একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভয় পাচ্ছে। সেই সুযোগে কিছু সমাজবিরোধীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। হেলমেট ছাড়া বাইকে চাপলে বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু পার্ক সার্কাস-খিদিরপুরের মতো এলাকায় হেলমেট ছাড়া বাইক চালানোটা দস্তুর বানিয়ে ফেলেছেন একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার এমনই চাঁচাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়।
এদিন সংবাদ প্রতিদিন ডিজিটালকে টেলিফোনে একান্ত প্রতিক্রিয়ায় লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, ভারতবিরোধী মন্তব্যের জন্য অবিলম্বে টিপু সুলতান মসজিদের ইমাম বরকতিকে গ্রেপ্তার করুক রাজ্য সরকার। ইমামের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ও রাজ্য সরকারের উদাসীনতার বিরুদ্ধে আগামী ২৫ মে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বে ওই মিছিলে পা মেলাবেন রাহুল সিনহা, দিলীপ ঘোষরাও। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভারতবিরোধী মন্তব্য করা সত্ত্বেও বরকতির বিরুদ্ধে কেন মামলা করল না পুলিশ-প্রশাসন? তবে কি এক্ষেত্রে ভয় পেয়েছে রাজ্য সরকার? বিশেষ সম্প্রদায়ের সদস্য হওয়ার জন্যই কি তাঁকে ছাড় দেওয়া হল, প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী।
লকেটের বক্তব্য, “ইমাম বরকতি আসলে মুসলিম সমাজের কলঙ্ক। ওঁর মতো গুটিকয়েক মানুষের জন্য একটি সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে।” তাঁর আরও অভিযোগ, প্রশাসনকে সঙ্গে নিয়ে গুন্ডামি করছে তৃণমূল। বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বা মামলা ঠুকে দেওয়া হচ্ছে। অথচ, একই কাজ করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ছাড় কেন পাবেন? আইন কেন সকলের জন্য সমান হবে না, প্রশ্ন বিজেপি নেত্রীর। রামনবমীতে মিছিল করায় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কেন হবে, কেন মহরমে একই কাণ্ড করে ছাড় পাবে বিশেষ কোনও সম্প্রদায়ের মানুষ, প্রশ্ন লকেটের। ইমাম বরকতি তাঁর গাড়ির লালবাতি খুললে তবেই তিনিও বাইকে ওঠার আগে হেলমেট পরবেন বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।
[সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুরুচিকর আক্রমণের নিন্দায় মুখ্যমন্ত্রী]
The post বরকতিকে গ্রেপ্তারের দাবিতে ২৫ মে লালবাজার অভিযান বিজেপির appeared first on Sangbad Pratidin.