সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। আন্দোলনকারীদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী। তাঁর এই মন্তব্য ভাইরাল হতেই সমালোচনায় সরব হয়েছেন রাজনীতিক থেকে আমজনতা।
২০১৯ সালের ডিসেম্বরে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনেও পরিণত হয়েছে। কিন্তু সেই আইন পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ছাত্র-যুব থেকে বিশিষ্টজন, সকলেই এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। পথে-পথে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে। কবিতা-গান-ছবি-আল্পনা, যে যেভাবে পেরেছেন প্রতিবাদ জানিয়েছেন। আবার সহিংস আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। প্রতিবাদ করতে গিয়ে গোটা দেশে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। সবচেয়েবেশি সহিংস আন্দোলনের সাক্ষী থেকেছে উত্তরপ্রদেশে। আন্দোলন থামতে গোটা রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কড়া হাতে আন্দোলন দমন করেছে যোগী আদিত্যনাথ। তা নিয়ে সারা দেশে নিন্দার মুখে পড়ে বিজেপি সরকার। তাতেও কেন্দ্র সরকারের হুঁশ ফেরেনি। বরং আন্দোলন চলাকালীন দেশজুড়ে এই আইন কার্যকরও হয়ে গিয়েছে।
[আরও পড়ুন : জামিয়া কাণ্ডে দিল্লি পুলিশের বিরুদ্ধে মামলার দাবি, উপাচার্যকে ঘেরাও পড়ুয়াদের]
CAA সমর্থন আদায়ে রবিবার আলিগড় এলাকায় মিছিল বের করেছিল বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। সেই মিছিল থেকেই তিনি স্লোগান দেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা শব্দ খরচ করলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে।” এদিকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে CAA বিরোধী আন্দোলন কেন্দ্র-রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। এদিন আন্দোলনকারীদের একহাত নেন মন্ত্রী। তাঁর কথায়, “মাত্র এক শতাংশ মানুষ CAA’র বিরোধিতা করছে। তারা এ দেশে থাকছে, করের টাকায় খাচ্ছে, আবার এ দেশের নেতাদের বিরুদ্ধেই মুরদাবাদের স্লোগান দিচ্ছে।” তিনি আরও বলেন, “এ দেশে ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান বরদাস্ত করা যাবে না।” ওই মিছিল থেকে জহরলাল নেহরুকেও আক্রমণ করেন তিনি।
The post ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেই জ্যান্ত জ্বালিয়ে দেব’, বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.