সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে ঘুমিয়ে ছিলেন ভবঘুরে এক মহিলা। ঘুমের মধ্যেই তাঁকে পিষে দিল যন্ত্র। ঘটনাস্থলেই মৃত্য়ু হল তাঁর। বুধবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের মহিষবাথান অঞ্চলে।
স্থানীয় সূত্রে খবর, নিউটাউনের মহিষবাথান ও পোলেনাইট এলাকাকে জুড়েতে নতুন উড়ালপুল তৈরি করছে হিডকো। সেই কাজে ব্যবহৃত হচ্ছে বুম লিফ্টার মেশিন। নির্মিয়মান উড়ালপুলের ধারেই রাখা ছিল যন্ত্রটি। বুধবার বিকেলের দিকে ওই উড়ালপুলের নিচেই ঘুমোচ্ছিলেন ভবঘুরে এক মহিলা। আচমকা বিকট আওয়াজ, চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। দেখা যায়, বুম লিফ্টারের চাকায় পিষ্ট হয়েছেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
[আরও পড়়ুন: দিল্লিতে নালিশের শাস্তি? রাজ্য বিজেপির মহিলা সভানেত্রীর পদ খোয়ালেন দিলীপ ঘনিষ্ঠ]
মহিলার নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় দোকানদাররা জানাচ্ছেন, মাস কয়েক আগে মহিষবাথান এলাকায় আশ্রয় নিয়েছিলেন ভবঘুরে মহিলা। স্থানীয় দোকানদাররা তাঁকে খেতে দিত। উড়ালপুলের নিচে ঘুমিয়ে থাকতেন তিনি। ভবঘুরে মহিলা ভাষাও বুঝতেন না দোকানদাররা। তবে ইশারায় মনের ভাব প্রকাশ করতেন ওই মহিলা। তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। তবে এই ঘটনায় উড়ালপুল তৈরির দায়িত্বে থাকা সংস্থার কারওর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিডকোর এক শীর্ষকর্তার দাবি, চালক খেয়াল করেননি যে, মহিলা ওই যন্ত্রের পিছনেই ঘুমিয়ে রয়েছেন। ফলে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।