shono
Advertisement
Donald Trump

'জন্মসূত্রে আর নয় নাগরিকত্ব', জেদি ট্রাম্পকে রুখতে মামলা ২২ মার্কিন প্রদেশের

এই মামলাগুলোয় কি দমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 02:22 PM Jan 22, 2025Updated: 03:12 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসতেই উদ্বিগ্ন অভিবাসীরা। কারণ, আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকা শুধু আমেরিকানদের। ক্ষমতায় এলে 'অনুপ্রদেশকারী'দের নিজেদের দেশে পাঠাতে কড়া পদক্ষেপ করবেন। সেই মতোই ক্ষমতায় ফিরে নয়া আদেশনামা জারি করেছেন ট্রাম্প। এর ফলে অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব পাবে না। কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ২২টি মার্কিন প্রদেশ। 'জেদি' ট্রাম্পকে আটকাতে করা হয়েছে মামলা।  

Advertisement

নির্বাচনী প্রচার থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নিশানায় ছিল অভিবাসীরা। এই মুহূর্তে আমেরিকার মাটিতে ১ কোটি ৪০ লক্ষ অভিবাসী। তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার ভারতীয়। মার্কিন মুলুকে এবার তীব্র শীতের কামড়ে নয়, বরং ট্রাম্প-আতঙ্কেই কাঁপছেন তাঁরা। কারণ অফিসে এসে প্রথমদিনই ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, নথিবিহীন অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। শুধু তা-ই নয়, কর্মসূত্রে অভিবাসী যাঁদের সন্তানের জন্ম হয়েছে আমেরিকার মাটিতে, তাঁরাও আর পুরনো আইনের সুবিধায় মার্কিন নাগরিকত্ব পাবেন না। এছাড়া বাবা কিংবা মায়ের মধ্যে অন্তত একজনের গ্রিনকার্ড না থাকলে, সন্তান পাবে না জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই আদেশনামার কড়া বিরোধিতা করেছে ২২টি প্রদেশ ও কয়েকটি নাগরিক রক্ষা অধিকার সংগঠন। এই প্রদেশগুলোর মধ্যে রয়েছে কলম্বিয়া ও সান ফ্রান্সিসকো। ট্রাম্পের নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বোস্টন, সিয়াটল, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের আদালতে। মামলাকারীদের দাবি, প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার এক্তিয়ার অতিক্রম করে গিয়েছেন। আমেরিকার মাটিতে কেউ জন্মগ্রহণ করলে তাকে নাগরিকত্ব না দেওয়া তা মার্কিন সংবিধান লঙ্ঘন করা। কিন্তু প্রশ্ন উঠছে, এই মামলাগুলোয় কি দমে যাবেন একগুঁয়ে ট্রাম্প? ক‌্যাপিটল সূত্রে খবর, প্রেসিডেন্টের কুরশিতে বসে তিনি যে যে আদেশ জারি করেছেন তা আগামী ৩০ দিনের মধ্যেই কার্যকর হবে। ট্রাম্পের এই নির্দেশ খারিজ করার ক্ষমতা রয়েছে মার্কিন সুপ্রিম কোর্টের।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই নীতির ফলে বিপাকে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। ২০২২ সালের মার্কিন জনগণনা অনুযায়ী, আমেরিকায় ৪৮ লক্ষ ভারতীয় বসবাস করেন। তার মধ্যে ১৬ লক্ষই জন্মগ্রহণ করেছে মার্কিন মুলুকে। ট্রাম্পের এই নয়া নীতি অনুযায়ী, তারা কেউই এখন মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। কারণ তাদের পিতামাতা মার্কিন নাগরিক নন বা তাঁদের গ্রিন কার্ড নেই। এছাড়া ২০২৩ সালের পরিসংখ্যান বলছে, ৩ লক্ষ ৮৬ হাজার ভিসাধারীর মধ্যে ৭২ শতাংশই ভারতীয়, যাঁরা ভিসা পুনর্নবীকরণ কিংবা নতুন ভিসা ইস্যু করিয়েছিলেন। তবে ট্রাম্পের এই নীতি নিয়ে আইনি লড়াইয়ের জায়গা রয়েছে বলেই দাবি আইনজীবীদের। কারণ অভিবাসীদের উপরেই অনেকখানি নির্ভর করে মার্কিন অর্থনীতি। সেদেশের প্রচুর সংস্থায় কর্মরত আছেন বিদেশিরা। ট্রাম্পের নয়া নীতির ফলে তাঁদের সকলেরই সমস্যা বাড়বে। প্রসঙ্গত, আমেরিকায় গ্রিন কার্ডের আবেদন জানিয়ে অপেক্ষা করছেন অন্তত ১০ লক্ষ ভারতীয়। সেই আবেদনও মঞ্জুর হবে কি না, সেই নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসতেই উদ্বিগ্ন অভিবাসীরা।
  • কারণ, আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকা শুধু আমেরিকানদের।
  • এর ফলে অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব পাবে না।
Advertisement