বিপদের সময় প্রকৃত ‘দোস্ত’, ভূমিকম্প বিপর্যয়ে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক

05:13 PM Feb 07, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদের সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু- ভয়াবহ বিপর্যয়ের মধ্যে এইভাবেই ভারতকে ধন্যবাদ জানাল তুরস্ক (Turkey)। সেদেশে ভূমিকম্পের (Turkey Earthquake) পরেই জরুরি বৈঠক ডেকে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। তারপরেই ভারতকে ‘দোস্ত’ বলে সম্বোধন করে ধন্যবাদ জানান তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল। তিনি বলেন, হিন্দি ও তুর্কি- দুই ভাষাতেই প্রচলিত শব্দ দোস্ত। তাই তুর্কি প্রবাদ ব্যবহার করে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন সুনেল।

Advertisement

সোমবার ভোররাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ সিরিয়াতেও। উদ্ধারকাজ শুরু হতেই লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়তে থাকে। এহেন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর। সিদ্ধান্ত নেওয়া হয়, ১০০ জনের উদ্ধারকারী দল পাঠানো হবে তুরস্কে। ডগ স্কোয়াড, ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠানোর প্রস্তুতি শুরু হয়। প্রথম বিমানটি ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে সেখানে। দ্বিতীয় বিমানটিতে রয়েছে জরুরিকালীন চিকিৎসার সমস্ত সরঞ্জাম।  এছাড়া ভারতীয় বায়ুসেনার আরও ২ টি বিমান পাঠানো হয়েছে। 

Advertising
Advertising

[আরও পড়ুন: ‘মোদি ও আদানির মধ্যে কী সম্পর্ক?’ সংসদে প্রশ্ন তুলতেই রাহুলকে থামিয়ে দিলেন স্পিকার]

এই ঘোষণার পরেই ভারতকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল। তিনি লেখেন,” ‘দোস্ত’ শব্দটি তুর্কি ও হিন্দি দুই ভাষাতেই ব্যবহার করা হয়। আমাদের তুর্কি ভাষায় একটি প্রবাদ আছে, দোস্ত কারা গুনদে বেল্লি অলুর। তার অর্থ, বিপদের সময়ে যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু। ভারতকে অনেক ধন্যবাদ। বিপর্যয়ের পর আমরা যখন সাহায্য চেয়েছিলাম, সবার আগে এগিয়ে এসেছিল ভারত। ” 

অন্যদিকে, বিপদের সময়েও ভারতের সঙ্গে অসহযোগিতা বজায় রাখল পাকিস্তান (Pakistan)। ভারতের উদ্ধারকারী দলের বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিল না শাহবাজ শরিফের সরকার। মানবিক সাহায্যের বিষয়টি বিবেচনা করেও ভারতের বিমানকে অনুমতি দেয়নি পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার এমন আচরণ করল ভারতের প্রতিবেশী দেশ। ২০২১ সালে তালিবানের হাতে কাবুলের পতনের পরে আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল ভারত। সেই সময়ও ঘুরপথে কাবুল পৌঁছেছিল ভারতের বিমান।

[আরও পড়ুন: ‘যদি একটু পাই, হাজার গুণ দেব’, ত্রিপুরার ভোটপ্রচারে মমতার হাতিয়ার বাংলা মডেল]

Advertisement
Next