shono
Advertisement
Brazil

হাইওয়েতে আছড়ে পড়ল বিমান! ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৬১

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও কিছু জানায়নি বিমান সংস্থাটি। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:58 AM Aug 10, 2024Updated: 09:20 AM Aug 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। শহরের মাঝখানে একটি হাইওয়েতে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও কিছু জানায়নি বিমান সংস্থাটি। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।  

Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাভেল শহর থেকে সাও পাওলোর দিকে যাচ্ছিল ভয়েপাস সংস্থার বিমানটি। ভিনহেদো শহরের একটি হাইওয়ের কাছে সেটি আছড়ে পড়ে। বিমানটিতে ৫৮ জন যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৬১ জন যাত্রী ছিলেন। প্রাণ হারান সকলেই। এদিন দুর্ঘটনার সময় ওই অঞ্চলে সকলেই নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। রাস্তায় লোকজনও ছিল বেশ ভালোই। হঠাৎই সকলে দেখেন একটি বিমান পাক খেতে খেতে নিচের দিকে নেমে আসছে। মুহূর্তের মধ্যে সেটি রাস্তায় আছড়ে পড়ে। আগুন লেগে গিয়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় সেনা, দমকলবাহিনী ও স্থানীয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। এর পর মৃত অবস্থায় সকলকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার পর ভয়েপাস বিমান সংস্থাটি জানায়, সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দর নামার আগেই বিমানটি আছড়ে পড়ে। বিমানে থাকা কেউই প্রাণে বাঁচেনি। তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দা সিলভা।

[আরও পড়ুন: নাদিমের সাফল্যের ‘ক্ষীর’ খাওয়ার চেষ্টা শরিফের! নেট দুনিয়ায় ট্রোলড পাক প্রধানমন্ত্রী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রাজিলের সাও পাওলোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। শহরের মাঝখানে একটি হাইওয়েতে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান।
  • এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬১ জন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও কিছু জানায়নি বিমান সংস্থাটি।
  • শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাভেল শহর থেকে সাও পাওলোর দিকে যাচ্ছিল ভয়েপাস সংস্থার বিমানটি।
Advertisement