সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে শান্তি ফিরল পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। আপাতত ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। প্রসঙ্গত, গত শুক্রবার থেকে দুই দেশ একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। বুধবারও নতুন করে পাকিস্তান আক্রমণ করেছে আফগান সীমান্তে। তাতে অন্তত ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এহেন পরিস্থিতিতে জানা যায়, আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কাবুল-ইসলামাবাদ।
বুধবার পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার পাক সময় সন্ধে ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। ইসলামাবাদের দাবি, প্রাণহানি রুখে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যেই এই সংঘর্ষবিরতি। তবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সমস্যা অত্যন্ত জটিল বলে জানানো হয়েছে পাক বিবৃতিতে। যদিও ইসলামাবাদের দাবি, এই সমস্যা মেটানো সম্ভব। তবে সংঘর্ষবিরতি নিয়ে আফগানিস্তানের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, বুধবার সকালেই তালিবান বাহিনী সীমান্ত এলাকার পাক সেনাঘাঁটিতে হামলা চালায়। সংঘর্ষে নাস্তানাবুদ হয় পাক সেনা। পালটা স্পিন বোলদাকে পাক সেনা গুলি চালায়। এরপর ধুন্ধুমার সংঘর্ষে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক। আরও ১০০ জন আহত বলে জানা যায়। সূত্রের খবর, এই হামলার পরেই 'বন্ধু' সৌদি আরব এবং কাতারের সঙ্গে আলোচনা করে পাকিস্তান। যদিও সরকারিভাবে এই ফোনালাপের বিষয়ে কিছু জানা যায়নি।
চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার পাক-আফগান সীমান্তে সংঘর্ষ বাধল দুই দেশের সেনার মধ্যে। গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকটিকায় হামলা হয়। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। এর আগে আফগানিস্তান জানিয়েছিল, সীমান্ত অপারেশনে ৫৮ পাক সেনাকে নিকেশ করা হয়েছে। অন্য দিকে পাকিস্তান জানায়, ২০০ আফগান সেনাকে খতম করেছে তারা। ইসলামাবাদের বক্তব্য, পাকিস্তান তালিবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। যদিও কাবুল এই দাবি অস্বীকার করেছে।
