সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক সপ্তাহ ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। অন্তত ১২ হাজার বাড়ি জ্বলে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। তার মধ্যেই স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। কারণ আগুন নেভাতে সমস্যায় পড়ছেন দমকলকর্মীরা। অন্যদিকে, আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েয়েছেন প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেল।
গত মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পুড়ে গিয়েছে অন্তত ১২ হাজার বাড়ি। আমজনতার পাশাপাশি গৃহহীন হলিউড তারকারাও। ১ লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ক্যালিফোর্নিয়ার নানা এলাকা থেকে। জরুরি অবস্থা জারি করে চলছে আগুন নেভানোর চেষ্টা। কিন্তু আগুন নেভাতে গিয়ে বিপদে পড়ছেন দমকলকর্মীরাও। পর্যাপ্ত পরিমাণে জল মিলছে না। যে গতিতে আগুন ছড়াচ্ছে, তার সঙ্গে মোকাবিলা করতে যত জলের দরকার, সেটার যোগান পাচ্ছেন না দমকলকর্মীরা। ফলে আগুন নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়ছে।
এহেন পরিস্থিতিতে আশঙ্কায় ভুগছে স্থানীয় প্রশাসন। তাঁদের মতে, আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়ছেন দমকলকর্মীরা। সেকারণেই চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তার জেরে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। হয়তো আগুন নিয়ন্ত্রণ করাও অসম্ভব হবে। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসে জনজীবন বিপর্যস্ত। যেহেতু ধোঁয়ায় ঢেকেছে বিশাল এলাকা, সেই ধোঁয়ায় নিঃশ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন আমজনতা। তাই তাঁদের আপাতত ঘরবন্দি থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। দাবানলের মধ্যে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন হ্যারি-মেগান। দাবানলের কবল থেকে যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের সঙ্গে দেখা করেন তারকা দম্পতি। এছাড়াও নানা ত্রাণসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলস থেকে ৯০ মাইল দূরত্বে থাকেন হ্যারি-মেগান।