shono
Advertisement
Los Angeles

ভিলেন শক্তিশালী টর্নেডো! নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলসের দাবানল, বাড়ছে প্রাণহানি

এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণ কেড়েছে দাবানল। কানাডা, মেক্সিকোর মতো পার্শ্ববর্তী দেশ থেকে দমকল বাহিনীকে আনা হচ্ছে স্থানীয়দের সাহায্যের জন্য।
Published By: Sucheta SenguptaPosted: 09:25 AM Jan 13, 2025Updated: 09:33 AM Jan 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনে ঘি ঢালছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ধেয়ে আসা শক্তিশালী টর্নেডো! আর তাতেই আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানল। বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন খুদে তারকা রোরি সাইকস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। দাপুটে হাওয়ার বেগে ক্ষণিকের বিরতি নিতে বাধ্য হয়েছেন দমকল কর্মীরাও। কারণ, হাওয়ার সঙ্গে 'যুদ্ধ' করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ মিলিয়ন ডলার।

Advertisement

দাউদাউ দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস। ফাইল ছবি।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বিভাগ জানাচ্ছে, গত কয়েকদিন হাওয়া গতিবেগ কম থাকায় দাবানল নেভাতে দমকল বাহিনী সর্বোচ্চ শক্তি খরচ করেছিল। কিন্তু রবিবার রাত থেকে ফের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিক থেকে শুষ্ক হাওয়া 'সান্টা আনা' ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বেগে এগিয়ে এসেছে। গতিবেগ যত বাড়ছে, আরও দাউদাউ জ্বলে উঠছে আগুনের লেলিহান শিখা। বলা হচ্ছে, শহরের একেবারে উলটোদিকেও ছড়াচ্ছে আগুন। কানাডা, মেক্সিকোর মতো পার্শ্ববর্তী দেশ থেকে দমকল বাহিনীকে আনা হচ্ছে স্থানীয়দের সাহায্যের জন্য। লস অ্যাঞ্জেলস কাউন্টির মেডিক্যাল বিভাগ নিশ্চিত করেছে, এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণ কেড়েছে দাবানল। ১৬ জন নিখোঁজ।

বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে এই দাবানল নিয়ন্ত্রণ। ইতিমধ্যে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তা কয়েকশো কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা। সপ্তাহখানেক আগেকার দাবানলে ঘরদোর হারিয়েছেন হলিউডের নামী শিল্পীরা। প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্স, মেল গিবসনের মতো তারকাদের চোখে জল। পরিস্থিতি স্বাভাবিক হোক, রাতদিন এই প্রার্থনা করছেন সকলে। কিন্তু দাবানলের ধ্বংসলীলা অব্যাহতই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিলেন শক্তিশালী টর্নেডো, নিয়ন্ত্রণের বাইরে লস অ্যাঞ্জেলসের দাবানল।
  • এখনও পর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে।
Advertisement