সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকনে শীতে কাঁপছে আমেরিকা। রয়েছে শৈত্যপ্রবাহের ভ্রুকুটিও। কিন্তু তার মধ্যেই উত্তাপ ছড়াচ্ছে ট্রাম্পের শপথগ্রহণ। মার্কিন ক্যাপিটলে শপথ নেবেন তিনি। বাইরের 'ভয়ংকর' আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। আর তারপরই রীতিমতো আতশবাজির রোশনাইয়ে স্বাগত জানানো হল সস্ত্রীক ট্রাম্পকে।
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। ক্যাপিটলের ভিতরে রোটান্ডায় মার্কিন সময় অনুয়ায়ী রবিবার তিনি এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শপথ নেবেন। হাওয়া অফিস জানাচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া বইবে। হবে তুষারপাত। শৈত্যপ্রবাহের ধাক্কায় কাঁপতে চলেছে ওয়াশিংটন ডিসি। আর সেদিকে তাকিয়েই 'ইন্ডোরে' শপথ নেবেন ট্রাম্প। ৪০ বছর কোনও মার্কিন প্রেসিডেন্ট বাইরে নয়, ক্যাপিটলের ভিতরে শপথ নেবেন।
বায়ুসেনার বিমানে ফ্লোরিডার পাম বিচ থেকে আকাশপথে ওয়াশিংটন ডিসিতে শনিবারই পৌঁছে যান ট্রাম্প। এই উড়ানকে বলা হচ্ছে 'স্পেশাল এয়ার মিশন ৪৭'। ডালাস বিমানবন্দরে এসে নামে বিমান। শহরতলি ভার্জিনিয়ার গলফ ক্লাবে যান ট্রাম্প। পরে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানাতে আতশবাজির ঝলকানি দেখা যায় আকাশে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
জানা গিয়েছে, ২০ তারিখ আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। সম্মাননীয় এই শোভাযাত্রায় পারফর্ম করার সুযোগ পেয়েছে টেক্সাসের ইন্দো-আমেরিকান ঢোল ব্যান্ড ‘শিবম ঢোল তাশা পাঠক’। এবার ইতিহাস গড়ে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার তিনি হোয়াইট হাউসের গদিতে বসতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে কুরসিতে বসার আগে তিনি ভরসা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূতদের উপর। একের পর এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের জন্য তাঁদের মনোনীত করছেন। হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক নীতি নির্ধারণের জন্য সিনিয়র অ্যাডভাইজার হিসাবে চেন্নাইয়ের শ্রীরাম কৃষ্ণনই প্রথম পছন্দ ট্রাম্পের। এছাড়া রয়েছেন ট্রাম্প প্রশাসনে জায়গা করে নিয়েছেন কাশ প্যাটেল। মার্কিন তদন্তকারী সংস্থা FBI-এর শীর্ষে বসেছেন তিনি।