সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরে সেই কথা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিংসায় দেড় হাজারেরও বেশি অভিযুক্তকে ক্ষমা করে দিলেন তিনি। তাদের বিরুদ্ধে যাবতীয় মামলা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুতই সকলে জেল থেকে বেরবেন বলেই আশাবাদী ট্রাম্প।
২০২০ সালে বাইডেনের কাছে হেরে ক্ষমতা হারান ট্রাম্প। এর পরই ভোটের ফলাফলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন ট্রাম্প ও তাঁর সমর্থকরা। অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। শতাধিক অভিযুক্তকে জেলবন্দি করা হয় এই ঘটনায়। অন্যতম অভিযুক্তদের তালিকায় ছিল ট্রাম্পের নামও। তবে সেসব বাধা অতিক্রম করেই নির্বাচনে লড়েছেন রিপাবলিকান নেতা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তবে ভোটে বহু আগেই নিজস্ব ট্রুথ সোশালে তিনি জানিয়েছিলেন, "৬ জানুয়ারির ঘটনায় যাদের বেআইনিভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে তাদের মুক্তি দেব।”
সোমবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ট্রাম্প। তারপরেই একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যেই অন্যতম হল ক্যাপিটল হিংসায় অভিযুক্তদের নিঃশর্ত ক্ষমা। আদেশনামায় সই করতে গিয়ে ট্রাম্প বলেন, "ওদের আটকে রাখা হয়েছে- অন্তত ১৫০০ জনকে। তাদের ক্ষমা করা হল পুরোপুরিভাবে। আশা করি আজ রাতেই ওরা জেল থেকে বেরিয়ে আসবে।" সই করার ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, "কথা দিয়েছিলাম, কথা রাখলাম। এটা তো সবে শুরু।"
উল্লেখ্য, ক্যাপিটল হামলার তদন্তকারীদের তরফে জানানো হয়েছিল যে ট্রাম্পের উসকানিতেই তাণ্ডব চলে ৬ জানুয়ারি। শুনানির প্রথমদিনে এই ঘটনার মূল যড়যন্ত্রকারী হিসেবে ট্রাম্পকেই চিহ্নিত করে তদন্তকারী কমিটি। সেই ট্রাম্প এখন আমেরিকার মসনদে। তাই দায়িত্ব নিয়েই অভিযুক্তদের সকলকে মুক্তি দিলেন তিনি।