shono
Advertisement
Donald Trump

'বন্ধু মোদির কেরিয়ার শেষ করতে চাই না', রুশ তেল কেনা নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক ট্রাম্প

ট্রাম্পের দাবি, ভারত নাকি রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:00 PM Oct 16, 2025Updated: 02:00 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেরিয়ার ধ্বংস করতে চান না! বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোদি ট্রাম্পকে ভালোবাসেন। তাই ট্রাম্প কখনই মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চান না। উল্লেখ্য, ট্রাম্প আরও দাবি করেন, ভারত নাকি রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে।

Advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "মোদি দারুণ মানুষ। মোদি ট্রাম্পকে খুবই পছন্দ করেন। তবে পছন্দ করা শব্দটি আপনারা আবার খারাপভাবে ব্যাখ্যা করবেন না। আর আমি কখনই মোদির রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না।" উল্লেখ্য, সম্প্রতি গাজার শান্তি বৈঠকের মঞ্চ থেকেও প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন ট্রাম্প। ভাষণ দিতে উঠে ট্রাম্প বলেন, “ভারত মহান দেশ। ভারতের নেতৃত্বে যিনি রয়েছেন, তিনি আমার খুব ভালো বন্ধু। নেতা হিসাবে তিনি দারুণ কাজ করছেন। আমার মনে হয় ভারত আর পাকিস্তান এবার থেকে খুব ভালোভাবেই পাশাপাশি থাকবে।”

তবে মোদির 'কেরিয়ার' সংক্রান্ত মন্তব্যের আগেই ভারতকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প একপ্রকার আচমকা দাবি করে বসেন, “মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চিনও সেই একই পথে হাঁটুক।” সত্যিই কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত? নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় কাটছে না।

উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের দাবি, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এ দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য ট্রাম্পের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ট্রাম্প আরও দাবি করেন, ভারত নাকি রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছে।
  • নয়াদিল্লি অবশ্য ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সত্যতা নিয়ে সংশয় কাটছে না।
  • আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।
Advertisement