সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার হাজার জঙ্গি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমেরিকা জুড়ে! রয়েছে প্রায় দশহাজার খুনি। এমনই বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন সদ্য মসনদে ফেরা মার্কিন প্রেসিডেন্ট। আর তখনই এই দাবি করতে দেখা গেল তাঁকে।
সম্প্রতি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ট্রাম্পকে। দ্রুতই এর বিরুদ্ধে পদক্ষেপে হুঁশিয়ারি দিয়েছেন। আর সেই সময়ই তাঁর এই 'জঙ্গি' সংক্রান্ত মন্তব্যকে নিছকই সমাপতন বলে মনে করছে না ওয়াকিবহাল মহলের একাংশ।
ঠিক কী বলেছেন ট্রাম্প? বর্ষীয়ান রিপাবলিকান নেতাকে বলতে শোনা গিয়েছে, ''আমেরিকায় হাজার হাজার জঙ্গি রয়েছে। রয়েছে দশহাজার খুনি! এবং এরা নির্বিবাদে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছে।'' এরপরই ট্রাম্পের দাবি, এদের মধ্যে অনেকেই অন্য দেশ থেকে এখানে এসেছে। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলার প্রসঙ্গও তুলেছেন। ট্রাম্প বলেন, ''এদের অনেকেই অন্য দেশের জেল থেকে এসেছে। ওই দেশগুলির জেল খালি করে এরা এখানে ঢুকে পড়েছে। আমিও ওই সব দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হলে এমনই কিছু করতাম। জেল খালি করে সবাইকে আমেরিকায় পাঠিয়ে দিতাম। কেন নয়? এরা অনেকেই এমনটা করেছে।''
প্রসঙ্গত, ট্রাম্প আমেরিকার মসনদে বসতেই উদ্বিগ্ন অভিবাসীরা। কারণ, আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকা শুধু আমেরিকানদের। ক্ষমতায় এলে ‘অনুপ্রদেশকারী’দের নিজেদের দেশে পাঠাতে কড়া পদক্ষেপ করবেন। সেই মতোই ক্ষমতায় ফিরে নয়া আদেশনামা জারি করেছেন ট্রাম্প। এর ফলে অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব পাবে না। সেই পরিস্থিতিতে এবার 'জঙ্গি' তত্ত্ব আওড়াতে দেখা গেল তাঁকে।