shono
Advertisement
Donald Trump

জোটেনি 'অধরা মাধুরী' নোবেল, ট্রাম্পের 'সান্ত্বনায়' সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে ইজরায়েল!

ইজরায়েল জানিয়েছে, মধ্য প্রাচ্যে এক নতুন যুগের সূচনা করেছেন ট্রাম্প তাই এই সম্মান জানানো হবে তাঁকে।
Published By: Anustup Roy BarmanPosted: 11:12 AM Oct 13, 2025Updated: 11:12 AM Oct 13, 2025
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত যুদ্ধ থামিয়েও হাতছাড়া হয়েছে নোবেল। সেই ক্ষতে অবশেষে কিছুটা প্রলেপ পড়বে। এবার ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মান জানানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এই খবর জানিয়েছেন।
 
সোমবার ইজরায়েল পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগেই প্রেসিডেন্ট হেরজোগ জানিয়েছেন, গাজা থেকে বন্দিমুক্তি নিশ্চিত করা এবং যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্য ট্রাম্পকে 'ইজরায়েলি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অনার' দেওয়া হবে। হেরজোগের অফিসের তরফে জানানো হয়েছে, 'ট্রাম্প অক্লান্ত পরিশ্রম করে আমাদের পরিবারকে ফিরিয়ে আনতে সাহায্য করেছেন। পাশাপাশি, মধ্য প্রাচ্যে এক নতুন যুগের সূচনা করেছেন।'
 
ইজরায়েলের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, ইজরায়েল দেশ এবং মানবতার প্রতি অবদান রাখা ব্যক্তিদের এই রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়। সম্প্রতি ধাক্কা খেয়েছে ট্রাম্পের নোবেলের স্বপ্ন। এরপরেই ইজরায়েলের এই সম্মান তাঁর ক্ষত মেরামতিতে সাহায্য করবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।    
 
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই সম্মান পেয়েছিলেন বারাক ওবামা। ২০১৩ সালে তাঁকে এই সম্মান জানানো হয়। ইজরায়েলের নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে অবদানের জন্য এই মেডেল দেওয়া হয় ওবামাকে। 
 
ট্রাম্পের হাতে এখনই এই তুলে দেওয়া হচ্ছে না। কিন্তু সোমবার ইজরায়েলে পৌঁছানোর পরেই তাঁকে এই বিষয়ে সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে। সোমবার ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রথম পর্বের বন্দি বিনিময় হবে। চার ঘণ্টার ইজরায়েল সফরে নেসেটে বক্তৃতা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এছারাও বন্দিদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।    
Advertisement
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দেওয়া হবে ট্রাম্পকে।
  • ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এই খবর জানিয়েছেন।
  • সম্প্রতি ধাক্কা খেয়েছে ট্রাম্পের নোবেলের স্বপ্ন।
Advertisement