shono
Advertisement
Donald Trump

'সংঘর্ষে ধ্বংস হয় ৮টি বিমান', ফের ভারত-পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

বাণিজ্য চুক্তি বাতিলের হুঁশিয়ারিতেই কাজ হয়, দাবি মার্কিন প্রেসিডেন্টের।
Published By: Kishore GhoshPosted: 10:23 AM Nov 06, 2025Updated: 12:24 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এবার তিনি দাবি করলেন, দুই দেশের সংঘর্ষে ৭-৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। বুধবার মিয়ামিতে একটি বাণিজ্য ফোরামের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে বলেন, বাণিজ্যে চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েই দুই দেশকে যুদ্ধ থেকে নিরস্ত করেন তিনি। বলা বাহুল্য, নতুন করে মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাক যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করায় অস্বস্তিতে পড়ল নরেন্দ্র মোদি সরকার।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে বিশ্বশান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তা গতকালের অনুষ্ঠানেও স্পষ্ট করেছেন। তিনি দাবি করেন, সম্প্রতিক অতীতে আটটি সংঘর্ষ থামিয়েছেন তিনি। এর বাইরে রয়েছে কসোভো-সার্বিয়া এবং কঙ্গো-রোয়ান্ডা সংঘর্ষ। বাণিজ্য ফোরামে ট্রাম্প বলেন, আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই ছিলাম। তখনই একটি সংবাদপত্রের প্রথম পাতায় পড়ি এবং তারা যুদ্ধ করতে চলেছে। সাতটি বিমান গুলি করে নামানো হয় এবং অষ্টম বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়।"

এখানেই না থেমে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি তাদের (ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধান) বলি, আমি তোমাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না যদি না তোমরা শান্তিচুক্তি করো।" দু'টি দেশের যে পরমাণু শক্তি রয়েছে সে কথা মনে করিয়ে তিনি সংঘর্ষবিরতির প্রস্তাব দেন। ট্রাম্পের দাবি, পরদিনই সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। তিনি বলেন, "আমি বলি ধন্যবাদ, চলো আমরা ব্যবসা করি।" ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারত বা পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডোনাল্ড ট্রাম্প যে নিজেকে বিশ্বশান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তা গতকালের অনুষ্ঠানেও স্পষ্ট করেছেন।
  • ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারত বা পাকিস্তান।
Advertisement