shono
Advertisement
Donald Trump

ভারতের উপর ফের শুল্কবাণ! 'টপ কালপ্রিট' আখ্যা দিয়ে কর বসানোর পথে ট্রাম্প

পুতিনের ভারত সফরের পরেই অসন্তুষ্ট ট্রাম্প!
Published By: Anwesha AdhikaryPosted: 09:30 AM Dec 09, 2025Updated: 09:33 AM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের উপর ফের আছড়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ! মার্কিন প্রেসিডেন্টের কথায়, ভারত, চিন, থাইল্যান্ডের মতো দেশ কম শুল্কের সুযোগ নিয়ে মার্কিন বাজারে কমদামি চাল রপ্তানি করছে। ট্রাম্পের ভাষায়, কমদামি পণ্যের ঢিবি হয়ে উঠেছে আমেরিকার বাজারগুলো। তার জেরে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মার্কিন কৃষকরা। তাই কৃষকদের কথা শুনেই ভারতের উপর আবারও বাড়তি শুল্ক বসানোর কথা ভাবা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

গত আগস্ট মাসে দুই দফায় ভার‍তীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তার আগে থেকে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা স্বাক্ষরিত হয়নি। এহেন পরিস্থিতিতেই ফের ভারতের উপর শুল্কবাণ নিক্ষেপের ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার মার্কিন কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে কৃষকদের দাবি, কম শুল্কের দরুণ ভারত, চিন, থাইল্যান্ডের মতো দেশগুলি চাল এনে মার্কিন বাজারে ফেলে দিচ্ছে। এই তিন দেশকে 'টপ কালপ্রিট' বলে অভিহিত করেছেন মার্কিন কৃষকরা। তাঁদের দাবি, বর্তমানে যা শুল্ক রয়েছে সেটা দ্বিগুণ করা দরকার।

সেই মন্তব্যের জবাবেই ট্রাম্প বলেন, বিষয়টি তিনি দ্রুত দেখে নেবেন। যে দেশের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ এনেছেন, প্রত্যেকটির নাম নথিবদ্ধ করতে বলেছেন ট্রাম্প। তাঁর কথায়, ভারতীয় চালের উপর বড়সড় শুল্ক বসানো হতে পারে। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কানাডা থেকে আমদানি করা সারের উপরেও। তবে কবে থেকে কত পরিমাণ শুল্ক ভারতীয় চালের উপর বসানো হবে, সেই নিয়ে কিছু বলেননি ট্রাম্প।

উল্লেখ্য, গত বৃহস্পতি-শুক্রে ভারত সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার। তিনি বিভিন্ন বিষয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি। কিন্তু সেই আলোচনার আগেই ফের শুল্কবাণ নিক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত আগস্ট মাসে দুই দফায় ভার‍তীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তার আগে থেকে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা স্বাক্ষরিত হয়নি।
  • সেই মন্তব্যের জবাবেই ট্রাম্প বলেন, বিষয়টি তিনি দ্রুত দেখে নেবেন। যে দেশের বিরুদ্ধে কৃষকরা অভিযোগ এনেছেন, প্রত্যেকটির নাম নথিবদ্ধ করতে বলেছেন ট্রাম্প।
  • গত বৃহস্পতি-শুক্রে ভারত সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার বিদেশ দপ্তরের রাজনৈতিক বিষয়ের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার।
Advertisement