সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর এলন মাস্ক যেন হাত ধরাধরি করে চলে। এবার তাঁর বিরুদ্ধে উঠল 'নাৎসি' কায়দায় অভিবাদন জানানোর অভিযোগ! যাকে ঘিরে মার্কিন মুলুকে ফ্যাসিবাদের উত্থান হল কিনা, সেই প্রশ্নই করছেন অনেকে। এবার সেই বিতর্কের 'জবাব' দিলেন মাস্ক। তাঁর মতে, 'সকলেই হিটলার' এই ধরনের কটাক্ষ পুরনো হয়ে গিয়েছে।
এর আগে এক্স হ্যান্ডলে মাস্ক লিখেছিলেন, 'অতীতে আমি ডেমোক্র্যাটদের ভোট দিয়েছিলাম। কেননা ওরা ছিল সবচেয়ে দয়ালু পার্টি। কিন্তু ক্রমে ওরা বিভাজন ও ঘৃণার পার্টিতে পর্যবসিত হলে আমি আর সমর্থন করতে পারিনি। এবং রিপাবলিকানদের ভোট দিতে শুরু করি। এবার দেখতে থাকুন আমার বিরুদ্ধে ওদের নোংরা খেলা।' এবার মাস্ক লিখলেন, 'সত্যিই ওদের আরও ভালো নোংরা কৌশল দরকার। এই 'সবাই হিটলার' আক্রমণ অত্যন্ত ক্লান্তিকর।'
ঠিক কী করেছিলেন মাস্ক? টেসলার মালিককে দেখা গিয়েছিল ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে দর্শকদের ধন্যবাদ দেওয়ার সময় একটি বিশেষ ভঙ্গিতে হাত ছুড়তে। ডান হাত যে কায়দায় তিনি শূন্যে ছুড়ছিলেন সেটা যেন নাৎসিদের অভিবাদনের ভঙ্গিকেই মনে করায়। আর তারপরই সোশাল মিডিয়ায় অনেকেই দাবি করতে থাকেন, মাস্ক নাৎসিদের মতোই ভঙ্গি করেছেন।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছেন মাস্ক। এহেন প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক ক্রিয়াকলাপের দিকে নজরে রয়েছে ওয়াকিবহাল মহলের। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ক আমেরিকার নতুন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন। নির্বাচনী প্রচারেও বাইডেনকে বিঁধে বর্ষীয়ান রিপাবলিকান নেতারই জয়ধ্বনি দিতে দেখা গিয়েছিল তাঁকেই। MAGA। অর্থাৎ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। এটাই ছিল ট্রাম্পের স্লোগান। আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছিল ট্রাম্প-মাস্ককে। আমেরিকায় পালাবদলের পর আচমকাই অন্য দেশের রাজনীতিতেও নাক গলাতে দেখা যাচ্ছে তাঁকে। সেই মাস্ক এবার বিতর্কে জড়ালেন 'ফ্যাসিবাদের উত্থানের ইঙ্গিত' করার অভিযোগে।