shono
Advertisement

Breaking News

Georgia

ম্যাঞ্চেস্টারের হয়ে দাপাতেন মাঠে, সেই কাভেলাশভিলিই এবার জর্জিয়ার প্রেসিডেন্ট

তাঁর নির্বাচিত হওয়া নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ।
Published By: Biswadip DeyPosted: 07:12 PM Dec 14, 2024Updated: 07:12 PM Dec 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ৫৩ বছরের ওই ব্যক্তি জর্জিয়ান ড্রিম পার্টির প্রাক্তন সাংসদ। তিনিই ছিলেন প্রেসিডেন্ট পদের একমাত্র প্রার্থী। তাঁর মনোনয়নের ব্যাপারে সিলমোহর দেয় তাঁর দল পরিচালিত ইলেক্টোরাল কলেজ।

Advertisement

প্রসঙ্গত, তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার বিষয়টি নাপসন্দ দেশের বহু মানুষের। জর্জিয়ার চারটি প্রধান দলই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, গত অক্টোবরে হওয়া নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল। তবে তাঁর দলের বিরুদ্ধে জনরোষ গড়ে ওঠার প্রধান কারণ ২০২৮ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনাকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট বাছার পর সেই রোষ আরও বেড়েছে। অনেকের দাবি, জর্জিয়ান ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা বিডজিনা ইভানিশভিলের 'হাতের পুতুল' তিনি।

পাশাপাশি তাঁদের দল পশ্চিম নয়, রাশিয়ার বেশি ঘনিষ্ঠ বলেও অভিযোগ বিরোধীদের। বিদায়ী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলিও কাভেলাশভিলির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। ২৯ ডিসেম্বর শেষ হবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ। এখনও পর্যন্ত প্রতিবাদে শামিল হওয়ায় ১২ ডিসেম্বর পর্যন্ত চারশোর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শতাধিক জনকে। 

রাজনীতির ময়দানে আসার আগে সবুজ ময়দানে ফুটবল খেলতে দেখা যেত ইভানিশভিলকে। ম্যাঞ্চেস্টারে দুবছর খেলেছিলেন তিনি। খেলতেন স্ট্রাইকার পজিশনে। ১৯৯৭ সালে লিগে সিটির হয়ে খেলে ৩ গোল করেছিলেন। ২০০৬ সালে অবসর নেওয়ার আগে আরও বহু ক্লাবেই খেলতে দেখা গিয়েছে। পাশাপাশি জর্জিয়ার জাতীয় দলেরও খেলোয়াড় ছিলেন কাভেলাশভিলি। ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলে গোল করেছেন ৯টি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি।
  • ৫৩ বছরের ওই ব্যক্তি জর্জিয়ান ড্রিম পার্টির প্রাক্তন সাংসদ।
  • তিনিই ছিলেন প্রেসিডেন্ট পদের একমাত্র প্রার্থী।
Advertisement