shono
Advertisement
Joe Biden

ক্যাপিটলে ট্রাম্পের প্রত্যাবর্তন, বদলার আশঙ্কায় শেষলগ্নে ভাইবোনেদের ‘রক্ষাকবচ’ বাইডেনের

‘প্রেসিডেনশিয়াল পাওয়ার’ বা পদ প্রদত্ত বিশেষ ক্ষমতার এহেন প্রয়োগ আমেরিকায় বেনজির।
Published By: Paramita PaulPosted: 11:41 PM Jan 20, 2025Updated: 11:41 PM Jan 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসনদে বসেই বদলা নেবেন ডোনাল্ড ট্রাম্প! এই আশঙ্কায় প্রেসিডেন্ট পদের শেষলগ্নে ভাইবোনেদের ‘রক্ষাকবচ’ দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

‘প্রেসিডেনশিয়াল পাওয়ার’ বা পদ প্রদত্ত বিশেষ ক্ষমতার এহেন প্রয়োগ আমেরিকায় বেনজির। নির্বাচনে হেরে আজ সোমবার প্রেসিডেন্ট পদ ছাড়তে হয়েছে বাইডেনকে। আমেরিকার ৪৭তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ইতিমধ্যে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে শপথপাঠ শেষ হয়েছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের। চলছে তারকাখচিত মহাসমারোহ। তার মাঝেই পদের শক্তি ব্যবহার করে ভাই জেমস, ফ্র্যাঙ্ক এবং বোন ভ্যালেরিকে ‘প্রেসিডেনশিয়াল পার্ডন ‘ বা ক্ষমার শংসাপত্র দিয়ে গেলেন বাইডেন। সাধারণত, দোষীদের এহেন শংসাপত্র দেওয়া হয়।

এহেন বেনজির পদক্ষেপের পক্ষে বাইডেনের যুক্তি, “আমার পরিবার হুমকি মুখে রয়েছে। আমি আইনের শাসনে বিশ্বাসী। আশা করছি, আমাদের বিচার ব্যবস্থার শক্তি ও সামর্থ বজায় থাকবে। তবে বর্তমানে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। তাই হাত-পা গুটিয়ে বসে থেকে বিবেকের দংশন সইতে পারব না।”

এদিন‘কোভিড যোদ্ধা’ অ্যান্টনি ফাউচি এবং প্রাক্তন সেনাকর্তা মার্ক মাইলিকেও ‘রক্ষাকবচ’ দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎপর্যপূর্ণ ভাবে, ২০২১-এর ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন ফাউচি ও মাইলি। স্বাভাবিকভাবেই, তাঁরা এবার নতুন প্রেসিডেন্টের রোষানলে পড়তে পারেন বলে মনে করেন অনেকেই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মসনদে বসেই বদলা নেবেন ডোনাল্ড ট্রাম্প!
  • এই আশঙ্কায় প্রেসিডেন্ট পদের শেষলগ্নে ভাইবোনেদের ‘রক্ষাকবচ’ দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
  • ‘প্রেসিডেনশিয়াল পাওয়ার’ বা পদ প্রদত্ত বিশেষ ক্ষমতার এহেন প্রয়োগ আমেরিকায় বেনজির।
Advertisement