সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে তরি ডোবার আশঙ্কা ছিল। অবশেষে সব সংশয় দূর করে গাজায় শুরু হতে চলেছে যুদ্ধবিরতি। ইরানের মদতপুষ্ট হামাস তিন ইজরায়েলি পণবন্দির নামের তালিকা প্রকাশ করতেই বিষয়টি স্পষ্ট হয়েছে। রবিবারই তাঁদের মুক্তি দেওয়া হবে। মনে করা হচ্ছে, ৪২ দিনের মধ্যে পণবন্দিদের মুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।
হামাসের তরফে জানানো হয়েছে, রোমি গনেন, এমিলি ডামারি, ডোরন স্টেইনব্রিচার নামের তিন মহিলাকে আপাতত মুক্তি দেওয়া হবে। স্থানীয় সময় সোয়া এগারোটা নাগাদ ওই তালিকা প্রকাশ করেছে হামাস।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল-হামাস সংঘাত। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। ইজরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকাও। সেইমতো চলতি জানুয়ারি মাসেই মিশরের কায়রোতে আলোচনায় বসে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সদর্থক হয়। শেষ পর্যন্ত জানা যায়, রবিবার তিন পণবন্দিকে মুক্ত করবে হামাস। যার মাধ্যমেই শুরু হবে যুদ্ধবিরতি। ধাপে ধাপে ৩৩ জন বন্দিকে ইজরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে, জেলেবন্দি ২ হাজার জন প্যালেস্তিনীয়কে মুক্ত করবে ইজরায়েল।
কিন্তু রবিবারই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়, তারা আক্রমণ চালিয়ে যাবে। কেননা এখনও তালিকা প্রকাশ করেনি হামাস। এর ফলে প্রক্রিয়া শুরু হতে ঘণ্টা তিনেক দেরি হয়। অবশেষে হামাস তালিকা প্রকাশ করতেই শুরু হল যুদ্ধবিরতি।