সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান। ইজরায়েল ও গাজার মধ্যে কার্যকর হল যুদ্ধবিরতি চুক্তি। আর সেই চুক্তিমতো ৪৭১ দিনের বন্দিদশা কাটিয়ে ঘরে ফিরলের তিন ইজরায়েলি। ১৯ জানুয়ারি এই তিন বন্দিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। অন্যদিকে, ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল। ৪২ দিনের এই যুদ্ধবিরতিতে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে বাকি বন্দিদেরও।
দীর্ঘ জটিলতার পর কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে সম্পন্ন হয়েছিল গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। যদিও একেবারে শেষ মুহূর্তে হামাসের তরফে বন্দিদের নামের তালিকা না দেওয়ায় বেঁকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর নামের তালিকা প্রকাশ করা হয় হামাসের তরফে। জানানো হয়েছে, রোমি গনেন, এমিলি ডামারি, ডোরন স্টেইনব্রিচার নামের তিন মহিলাকে আপাতত মুক্তি দেওয়া হবে। সেইমতো ১৯ জানুয়ারি নির্ধারিত সময়ের থেকে তিন ঘণ্টা দেরিতে বন্দিদের তুলে দেওয়া হয় রেডক্রসের হাতে।
বন্দিমুক্তির সেই মুহূর্তের ভিডিও লাইভ সম্প্রচার করা হয় তেল আভিভে প্রতিরক্ষা দপ্তরের বাইরে। যেখানে দেখা যায়, তিন মহিলাকে হামাসের গাড়ি থেকে থেকে বের করে আন্তর্জাতিক রেড ক্রসের গাড়িতে তোলা হচ্ছে। তিনজন মুক্তি পাওয়ার পর উল্লাসে ফেটে পড়তে দেখা ইজরায়েলের জনতাকে। দেড় বছর বছর পরিবারের সদস্যকে কাছে ফিরে এসে আনন্দে কেঁদে ফেলতে দেখা যায় ওই তিন মহিলা ও তাঁদের পরিবারকে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হতেই গাজায় সাহায্য পাঠাতে পৌঁছে গিয়েছে রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক শান্তি কমিটির তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে গাজার উদ্দেশে রওনা দিয়েছে ৬৩০টি ট্রাক। এর মধ্যে ৩০০টি ট্রাক পৌঁছেছে শুধুমাত্র উত্তর গাজায়। যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চল।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয় ইজরায়েল-হামাস সংঘাত। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। ইজরায়েলকে পূর্ণ সমর্থন দিলেও যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকাও। সেইমতো চলতি জানুয়ারি মাসেই মিশরের কায়রোতে আলোচনায় বসে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সদর্থক হয়। শেষ পর্যন্ত জানা যায়, রবিবার তিন পণবন্দিকে মুক্ত করবে হামাস। যার মাধ্যমেই শুরু হবে যুদ্ধবিরতি। ধাপে ধাপে ৩৩ জন বন্দিকে ইজরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে, জেলেবন্দি ২ হাজার জন প্যালেস্তিনীয়কে মুক্ত করবে ইজরায়েল।