shono
Advertisement
Canada

ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ, কানাডায় রুমমেটের হাতে খুন ভারতীয় পড়ুয়া

খুনের নেপথ্যে জাতিবিদ্বেষ? উঠছে প্রশ্ন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:49 PM Dec 06, 2024Updated: 01:49 PM Dec 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডায় রুমমেটের হাতে খুন হলেন ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, গত ১ ডিসেম্বর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময়েই ভারতীয় পড়ুয়াকে লাগাতার ছুরির কোপ মারে তাঁর রুমমেট। আপাতত অভিযুক্ত রুমমেটকে আটক করা হয়েছে। জাতিবিদ্বেষের জন্য এমনটা ঘটেছে কিনা, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

কানাডা পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরাসিস সিং। ২২ বছর বয়সি গুরাসিস পাঞ্জাবের বাসিন্দা। কানাডার সারনিয়াতে ল্যাম্বটন কলেজের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, সারনিয়াতেই ক্রসলি হান্টার নামে এক ব্যক্তির সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন গুরাসিস। গত ১ ডিসেম্বর ভোরবেলা ক্রসলির সঙ্গে ঝগড়া শুরু হয় তাঁর। হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় সেই সংঘাত। তার পরেই রান্নাঘরে থাকা ছুরি দিয়ে গুরাসিসের উপর এলোপাথাড়ি কোপ মারে ক্রসলি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় গুরাসিসকে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ৩৬ বছরের ক্রসলিকে আটক করে পুলিশ। সারনিয়া পুলিশের তরফে জানানো হয়, আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। কী কারণে ভারতীয় পড়ুয়াকে এইভাবে খুন করা হল, খতিয়ে দেখা হচ্ছে সেটাও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের নেপথ্যে জাতিবিদ্বেষের কারণ নেই।

ভারতীয় পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত ল্যাম্বটন কলেজও। ওই কলেজের প্রথম বর্ষের পড়ুয়ার জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। শেষকৃত্যের জন্য গুরাসিসের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর থেকে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন চলছে। তার প্রভাব পড়েছে প্রবাসী ভারতীয়দের উপরেও। এহেন পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়া খুনের ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২২ বছর বয়সি গুরাসিস পাঞ্জাবের বাসিন্দা।
  • ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ৩৬ বছরের ক্রসলিকে আটক করে পুলিশ।
  • ভারতীয় পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত ল্যাম্বটন কলেজও।
Advertisement