সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তাঁর বিদায়ের পরে আমেরিকায় ‘বিপজ্জনক গোষ্ঠীশাসন’ শুরু হতে চলেছে। যা বিপদে ফেলবে মার্কিন নাগরিকদের পাশাপাশি গোটা বিশ্বকে। যোগ করেন, কিছু অতি ধনী ব্যক্তি দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছেন এবং অন্যদেরও ওই পথে এগোনোর উৎসাহ দিচ্ছেন।
আগামী সোমবার, ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন বাইডেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে বুধবার পঞ্চম এবং শেষবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ভাষণ দিলেন বাইডেন। তিনি হুঁশিয়ারি দেন, প্রচুর পরিমাণ সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে আমেরিকায়। যা দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। যোগ করেন, মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য ভূমিকা নিতে হবে সাধারণ মানুষকে। নচেৎ বিপজ্জনক গোষ্ঠীশাসনের পাল্লায় পড়বে আমেরিকা।
অশীতিপর বাইডেন বলেন, "আমেরিকার ধারণা হল প্রত্যেকের ন্যায্য অধিকার। আপনার কঠোর পরিশ্রম এবং প্রতিভা আপনাকে যতদূর নিয়ে যেতে পারে। আমরা কখনই এই অপরিহার্য সত্য তথা আদর্শকে হারাতে পারি না।" ট্রাম্পের নাম না করে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে। ভবিষ্য়তে ক্ষমতার অপব্যবহার হবে। সংবাদমাধ্যমগুলির স্বাধীনতা থাকবে নাা। পাশাপাশি পরিবেশ রক্ষায় ইতিবাচক পদক্ষেপ হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।