সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অপরকে 'প্রিয় বন্ধু' বলেছেন তাঁরা। দীর্ঘদিন পর দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন। বললেন, তোমাকে খুব মিস করেছি। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী হোয়াইট হাউস। নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প- দুই বন্ধুর পুনর্মিলন হল সেখানে। প্রধানমন্ত্রীর হাতে বিশেষ উপহারও তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসাবে ফের শপথ নিয়েছেন ট্রাম্প। তার কয়েক সপ্তাহ পরেই আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। মোদিকে জড়িয়ে ধরেন। পরে করমর্দনের সময় বলেন, "তোমাকে মিস করেছি, প্রচণ্ড মিস করেছি।" মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "মোদি মহান নেতা। ভারতে দারুণ কাজ করছেন। আজ আমাদের মাঝে তাঁকে পাওয়াটা অত্যন্ত গৌরবের। বহুদিন ধরেই মোদি আমার খুব ভালো বন্ধু।"
এখানেই শেষ নয়। মোদি হোয়াইট হাউসে পৌঁছনোর পর তাঁকে একটি উপহারও দিয়েছেন ট্রাম্প। মার্কিন মুলুকে 'হাউডি মোদি' এবং ভারতে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের সময়ে যেসমস্ত ছবি তোলা হয়েছিল, সেই ছবি সংবলিত একটি বই উপহার হিসাবে পেয়েছেন মোদি। ওই বইটির নাম 'আওয়ার জার্নি টুগেদার'। বইটি মোদির হাতে তুলে দেওয়ার আগে প্রথম পাতায় সই করে ট্রাম্প লেখেন, 'প্রাইম মিনিস্টার, আপনি মহান।' উল্লেখ্য, ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীনই মোদির সঙ্গে তাঁর বেশ গাঢ় বন্ধুত্ব হয়।
মার্কিন প্রেসিডেন্টের এমন আতিথেয়তায় মুগ্ধ মোদিও। তিনি বলেন, "হোয়াইট হাউসে আপনাকে আবার পেয়ে খুব ভালো লাগছে। আমাদের দুই দেশ যেন আগামী দিনে উন্নতির পথে আরও এগিয়ে যায়, তার জন্য একসঙ্গে কাজ করব।" বৈঠক চলাকালীন সম্মান জানানোর নিদর্শন হিসাবে মোদির জন্য নিজে চেয়ার টেনে সরিয়ে দেন ট্রাম্প। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয়ও করিয়ে দেন তিনি।