shono
Advertisement
Donald Trump

বিশ্ব রাজনীতিতে নতুন মোড়! ট্রাম্পের নোবেলের দাবিতে সমর্থন মস্কোর

ট্রাম্পের দাবি, বিনা কারণে নোবেল জিতেছেন বারাক ওবামা।
Published By: Anustup Roy BarmanPosted: 01:14 PM Oct 10, 2025Updated: 01:21 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ফের উলটপুরাণ। শুক্রবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করল রাশিয়ার। শুক্রবার বিকেলেই নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করতে চলেছে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ পুরস্কার ঘোষণার কয়েক ঘন্টা আগে এই বিবৃতি দিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বার বার পদক্ষেপ করার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপরে নিশেধাজ্ঞা জারি করা থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, সব পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করেছেন তিনি। এর মধ্যে সাম্প্রতিকতম প্রেচেষ্টা ছিল পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠক। মস্কো বেশ কয়েকবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছে। বৃহস্পতিবারের মন্তব্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করার বিষয়ে সফল হলে ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করবে কিয়েভ।

গত কয়েক মাস ধরে, নোবেল শান্তি পুরস্কার জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে নিজের কৃতিত্ব দাবি করেছেন তিনি। পাশপাশি, ট্রাম্প জনসমক্ষে ঘোষণা করা যে তিনি নোবেল পুরস্কারের যোগ্য। নরওয়ের নোবেল কমিটির কাছে তিনি আহ্বান জানিয়েছেন এই পুরস্কার তাঁকে দেওার জন্য। পুরস্কার ঘোষণার মাত্র কয়েকদিন আগেই ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি চুক্তি নিশ্চিত হওয়ায় চাপ বেড়েছে নরওয়ের নোবেল কমিটির উপর।

নোবেল শান্তি পুরস্কারের মনোনীতদের তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ইমরান খান, এলন মাস্ক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই, বারাক ওবামার বিরুদ্ধে তোপ দেগেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০০৯ সালের বারাক ওবামার নোবেল প্রাপ্তির সমালোচনা করেন তিনি। ট্রাম্পের দাবি, বিনা কারণে নোবেল জিতেছেন বারাক ওবামা। অন্যদিকে, ট্রাম্প নিজে আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সেই কারণেই তিনি নোবেল পুরস্কারের যোগ্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার বিকেলেই নরওয়ের নোবেল কমিটি ঘোষণা করতে চলেছে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম।
  • ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করল রাশিয়া।
  • যুদ্ধবিরতি সফল হলে ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করবে কিয়েভ।
Advertisement