shono
Advertisement
Narendra Modi

'দর কষাকষিতে আমার চেয়েও ভালো', মোদির প্রশংসা করেও চড়া শুল্কনীতিতে অনড় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের মত, ভারত যেমন শুল্ক চাপায় ঠিক সেই মতোই শুল্ক বসাচ্ছে আমেরিকাও।
Published By: Anwesha AdhikaryPosted: 11:38 AM Feb 14, 2025Updated: 11:56 AM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চড়া শুল্ক চাপানোর নীতিতে অনড়। তবু দর কষাকষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক শেষে ট্রাম্প জানান, মোদির মতো শক্তহাতে দর কষাকষি করতে পারেন না তিনি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মত, ভারত যেমন শুল্ক চাপায় ঠিক সেই মতোই শুল্ক বসাচ্ছে আমেরিকাও।

Advertisement

দিনকয়েক আগেই ট্রাম্প বলেছিলেন, যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপানো হবে। তাঁর কথায়, "যেসমস্ত দেশ বা সংস্থা আমাদের ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপিয়ে দেব। আসলে ওরা আমাদের শুল্ক দিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করে। সেটা আর হতে দেব না।” উদাহরণ হিসাবে ভারত, চিন এবং ব্রাজিলের নাম উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, “চিন প্রচুর আমদানি শুল্ক চাপায়। একই কাজ করে ভারত-ব্রাজিলের মতো আরও অনেক দেশ। কিন্তু সেটা আর হবে না কারণ আমরা ‘আমেরিকা ফার্স্ট’ নীতি নিয়ে চলব।”

মোদির সঙ্গে বৈঠকেও সেই অবস্থানে অনড় থাকলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, "দুই দেশের শুল্কের অঙ্ক একের অপরের পরিপূরক হওয়া উচিত। আমেরিকার তরফে অনেকবার চেষ্টা করা হয়েছে যেন ভারতে মার্কিন পণ্যের উপর শুল্ক কমানো যায়। কিন্তু তাতে কাজ হয়নি। তাই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, ভারত যেরকম শুল্ক চাপায় আমরাও সেরকমই চাপাব। এমনটা আগে কোনওদিন হয়নি।" উল্লেখ্য, কেবল ভারত নয়, একাধিক দেশের উপর চড়া শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তাঁর 'মেক আমেরিকা গ্রেট এগেইন' স্বপ্নের অন্যতম পদক্ষেপ হিসাবেই চড়া শুল্কনীতিকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

তবে মোদি যেভাবে দর কষাকষি করতে পারেন, সেই 'দক্ষতা'য় মুগ্ধ ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার থেকে অনেক ভালোভাবে, অনেক শক্ত হয়ে দর কষতে পারেন মোদি। ওঁর ধারেকাছেও নেই আমি।" মোদিকে মহান নেতা বলেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক আগেই ট্রাম্প বলেছিলেন, যারা আমেরিকার ক্ষতি করে তাদের উপর বিরাট শুল্ক চাপানো হবে।
  • কেবল ভারত নয়, একাধিক দেশের উপর চড়া শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
  • মোদিকে মহান নেতা বলেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement