shono
Advertisement
Pakistan

পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি করছে রাশিয়া? বিতর্কের মাঝে মুখ খুলল মস্কো

চিনা যুদ্ধবিমান জেএফ-১৭-এর জন্য ইঞ্জিন দিচ্ছে রাশিয়া?
Published By: Kishore GhoshPosted: 04:01 PM Oct 05, 2025Updated: 04:26 PM Oct 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিমান জেএফ-১৭ চিনের তৈরি। যদিও পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র। সেই যুদ্ধবিমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া? 'ভারতবন্ধু' রাশিয়া কী করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে! শেষ পর্যন্ত বিভ্রান্তি কাটাতে বিবৃতি দিল মস্কো। এই বিষয়ে কী বলছে ভ্লাদিমির পুতিন সরকার?

Advertisement

রাশিয়া নিশ্চিত করল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিমান জেএফ-১৭ সংক্রান্ত কোনও চুক্তি হয়নি। যদিও রিপোর্টে দাবি করা হয়েছিল, চিনের জেএফ-১৭ থান্ডার ব্লক ৩ যুদ্ধবিমানের পরিষেবা আরও উন্নত করার জন্য রাশিয়ার কাছ থেকে আরডি-৯৩এমএ ইঞ্জিন কিনছে পাকিস্তান। এমন খবরে অনেকেই চমকে উঠেছিলেন। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে দুই দেশ আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হল মস্কো?

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকদের সঙ্গে। উত্তরে রুশ প্রতিনিধিরা পাকিস্তানকে যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির বিষয়টি খারিজ করেন। মস্কোর তরফে বলা হয়, "পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই, যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।’’

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি রয়েছে ভারতের। তার মধ্যে যেমন রয়েছে 'সুদর্শন চক্র' এস-৪০০। যা অপারেশন সিঁদুরে বিশেষভাবে কাজে এসেছে। তেমনই ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি মারণ ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা। এছাড়াও রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে ভারত। সেই প্রসঙ্গ টেনে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার পরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ট হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকদের সঙ্গে।
  • পাকিস্তানকে কীভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হল মস্কো?
  • রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি রয়েছে ভারতের।
Advertisement