shono
Advertisement
PM Modi's Letter

দূত জয়শংকরের হাত দিয়ে বন্ধু ট্রাম্পকে চিঠি মোদির, শপথ অনুষ্ঠানে বিশেষ আসন বিদেশমন্ত্রীর

ডোনাল্ড ট্রাম্পকে 'প্রিয় বন্ধু' বলে সম্বোধন নরেন্দ্র মোদির।
Published By: Amit Kumar DasPosted: 10:16 AM Jan 21, 2025Updated: 10:33 AM Jan 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তাঁর হাত দিয়েই দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসা বন্ধুকে চিঠি পাঠালেন মোদি। শুধু তাই নয়, সোমবার তাঁর শপথের সময় এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানাতেও ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

বার্তাবাহক জয়শংকরের হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে যে চিঠি প্রধানমন্ত্রী পাঠিয়েছেন তাতে ঠিক কী লেখা রয়েছে তা প্রকাশ্যে আসেনি। তবে এক্স হ্যান্ডেলের শুভেচ্ছা বার্তায় ডনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমেরিকার ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে এই ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আবার একসঙ্গে কাজ করতে আমি উৎসুক। নিজ নিজ দেশের উন্নতি লক্ষ্যে এবং বিশ্বকে সুন্দর ভবিষ্যৎ দিতে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব। আপনার জন্য শুভকামনা।'

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর ভারত ও আমেরিকার সম্পর্ক নয়া উচ্চতায় পৌছেছিল। একাধিকবার প্রকাশ্যে মোদিকে বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। দ্বিতীয়বার আমেরিকায় ট্রাম্পের ক্ষমতায়নে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়া মাত্রা পেতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি জয়শংকরের জন্য বরাদ্দ করা হয় বিশেষ আসন। শপথের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতার মাঝে জয়শংকরের জন্য বরাদ্দ হয়েছে একেবারে সামনের সারির প্রথম আসন। ভারতের প্রতিনিধি জয়শংকরের জন্য এই বিশেষ আসনের মাধ্যমেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তাঁর সরকারে ভারতের গুরুত্ব কতখানি।

শপথ অনুষ্ঠানে একেবারে সামনের সারিতে জয়শংকর।

উল্লেখ্য, এই সফরেই আমেরিকার নয়া সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • তবে ৪৭ তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
  • তাঁর হাত দিয়েই দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসা বন্ধুকে চিঠি পাঠালেন মোদি।
Advertisement