সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার মার্কিন মুলুকের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের বহু দেশের রাষ্ট্রপ্রধান। ভারতের প্রতিনিধি হিসাবে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে একেবারে প্রথম সারিতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম সারিতে ভারতের স্থান হওয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে, কীসের ইঙ্গিত? কেন ভারতকে এতখানি গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন?
শত্রুর শত্রু বন্ধু! এই তত্ত্বে বিশ্বাস করে আমেরিকা। দিনকে দিন চিনের সঙ্গে সম্পর্ক হচ্ছে মার্কিন প্রশাসনের। অন্যদিকে ভারতের সঙ্গে চিনের দ্বন্দ্ব সকলের জানা। এই অবস্থায় উঠতি 'সুপার পাওয়ার' ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তৎপর ট্রাম্পের দেশ। এশিয়া মহাদেশে ভারতের গুরুত্ব কতখানি তাও জানা আমেরিকার। এছাড়াও মোদি-ট্রাম্প 'বন্ধুত্ব'ও গোটা বিশ্বের চর্চার বিষয়। ভারতের স্থান প্রথম সারিতে হওয়া নিয়ে প্রশ্নের উত্তরে মোদিকেই কৃতিত্ব দিচ্ছেন জয়শংকর। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূতের সঙ্গে ভাল ব্যবহার করা হবে, এটাই তো স্বাভাবিক!"
উল্লেখ্য, শুধু সামনের সারিতে স্থান নয়, নয়া সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকের জন্যও ভারতের বিদেশমন্ত্রীকেই বেছে নেয় ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন বিদেশ সচিব মারো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেন জয়শংকর। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ভারতের সঙ্গে বন্ধুত্বে যথেষ্ট আগ্রহী আমেরিকার নতুন সরকার।