সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিয়া (Syria Conflict) আজ শুদ্ধ হল। দামাস্কাস দখলের পরে এভাবেই বিজয় ভাষণ দিলেন সেদেশের জেহাদি নেতা আবু আহমেদ আল জোলানি। মসজিদে আল্লাহু আকবর ধ্বনির মধ্যে তাঁর ঘোষণা, কোনও গোষ্ঠী নয়, জিতে গিয়েছে গোটা সিরিয়াই। অন্যদিকে, বিদ্রোহীরা দামাস্কাসের দখল নেওয়ার পরেই সিরিয়ার আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা।
রবিবার ভোরে সিরিয়ার রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। দামাস্কাসে ঢুকে ‘যুগের অবসান’ ঘোষণা করে দিয়েছে তারা। দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন পদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ‘স্বাধীনতা’র আনন্দে সিরিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে রাজনৈতিক বন্দিদের। রবিবার গভীর রাতে মস্কোর তরফে জানানো হয়, সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আসাদ। তার পরেই বিজয়োল্লাসে ফেটে পড়ে সিরিয়ার বিদ্রোহী সংগঠন তাহরির আল শাম।
আল কায়দার শাখা সংগঠনের প্রধান জোলানি বিখ্যাত উম্মায়াদ মসজিদে গিয়ে বিজয় ভাষণ দেন। স্পষ্ট ভাষায় এই বিদ্রোহী নেতা বলেন, "ভাইসকল, আমাদের সাফল্য এই গোটা মধ্যপ্রাচ্যের কাছেই ঐতিহাসিক। কেবল আমরা নয়, আসলে জিতে গিয়েছে গোটা দেশ। যারা কারাগারের অন্ধকারে কষ্ট সহ্য করেছেন, তাঁদের হাত ধরেই এসেছে এই সাফল্য। আজ পরিশুদ্ধ হল সিরিয়া।" জোলানির ভাষণের মধ্যেই আল্লাহু আকবর ধ্বনি তুলতে থাকেন সমর্থকরা। উল্লেখ্য, রাষ্ট্রসংঘ থেকে ইতিমধ্যেই জঙ্গি তকমা দেওয়া হয়েছে তাহরির আল শামকে।
অন্যদিকে, সিরিয়ায় আসাদের পতনের পরেই সক্রিয় হয়ে উঠেছে আমেরিকা। রবিবার রাতে সিরিয়ার অন্দরে ৭৫টি ইসলামিক স্টেট ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট জানিয়েছেন, সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের সুযোগে নিজেদের চাঙ্গা করে তোলার চেষ্টা করবে আইসিস জঙ্গিরা। সেটা আমেরিকা কিছুতেই হতে দেবে না। ইতিমধ্যেই সিরিয়ায় মোতায়েন রয়েছে ৯০০ মার্কিন সেনা। আইএস ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন বায়ুসেনা।