সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৈত্রীর বার্তা! আফগানিস্তানে ভারতীয় পর্যটককে ‘ভাই’ বলে সম্বোধন করলেন এক তালিবান নেতা। এমনকী ওই পর্যটকের পাসপোর্ট পর্যন্ত চেক করেননি তিনি। গোটা ঘটনাটি ভারতীয় যুবকের হেলমেটে থাকা ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, আফগানিস্তানের রাস্তা দিয়ে একটি মোটর বাইকে করে ওই পর্যটক যাচ্ছিলেন। পথে এক তালিবান নেতা পাসপোর্ট পরীক্ষার জন্য তাঁর রাস্তা আটকায়। এরপরই যুবকের পাসপোর্টে ভারত নাম দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় তিনি। ‘ভাই’ সম্বোধন করে ওই পর্যটককে বলেন, “ভারত-আফগানিস্তান ভাই ভাই। কোনও সমস্যা নেই। পাসপোর্ট পরীক্ষা করার দরকার নেই। প্রয়োজন নেই কোনও চেকিং-এরও।” এরপরই ওই পর্যটককে রাস্তা ছেড়ে দেওয়া হয়। ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসিত হয়েছে নেটিজেনদের কাছে।
উল্লেখ্য, চলতি মাসেই ভারত সফরে আসতে পারেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তালিবান মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতোর। মনে করা হচ্ছে, হয়ত মুত্তাকির এই সফরে তালিবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে ভারত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী হলেও এতদিন মুত্তাকির বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রসংঘের। সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রসংঘ। এরপর গত শনিবার মুত্তাকির ভারত সফরের কথা প্রকাশ্যে আসে। অন্যদিকে, বুধবার আফগানিস্তানের বগরাম বায়ুসেনা ঘাঁটি ইস্যুতে তালিবানের পাশে দাঁড়িয়েছে ভারত। সবমিলিয়ে বর্তমানে আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক একটি নতুন মাত্রা পাচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা।
