আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল বিল্ডিং বা মার্কিন কংগ্রেস ভবনে রথী-মহারথীদের জমায়েত। ভারত থেকে ছিলেন বিদেশমন্ত্রী জয়শংকর, শিল্পপতি মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি-সহ আরও অনেকে। ট্রাম্পের শপথগ্রহণের UPDATE:
রাত ১০.৫০: বাইডেন প্রশাসনকে তোপ দেগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, " আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করব আমরা। পুনরুদ্ধার করব আমাদের নিরাপত্তা। আগের থেকেও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করব। নতুন যুগের সূচনা হবে দেশে।" বাইডেন জমানায় মার্কিন বিচারবিভাগের অপব্যবহারের অভিযোগ তুলে ট্রাম্প ঘোষণা করেন, "বিচারের দাঁড়িপাল্লার ভারসাম্য ফিরিয়ে আনা হবে। আমেরিকার দুর্বল হওয়ার দিন শেষ।" এদিন কৃষ্ণাঙ্গ ও হিসপানিক সমর্থকদেরও ট্রাম্প বলেন, "আমি আপনাদের আওয়াজ শুনেছি। আমি আপনাদের জন্য কাজ করব।" ভাষণে মার্টিন লুথার কিংকে শ্রদ্ধাজ্ঞাপন করেন ট্রাম্প।
ক্যাপিটলে প্রথম দিনের ভাষণ ডোনাল্ড ট্রাম্পের। ছবি: রয়টার্স
রাত ১০.৪৯: শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাত ১০.৪৮: শপথ নিয়েই সোনার আমেরিকা গড়ার ডাক ট্রাম্পের। ক্যাপিটল ভবনে তারকাখচিত সমারোহে উদ্বোধনী ভাষণে ৪৭তম প্রেসিডেন্ট বলেন, "আরও শক্তিশালী হবে আমেরিকা। শুরু হল সোনালি যুগ। বেআইনি কাজকর্মের দিন শেষ। সীমান্তে সুরক্ষা আরও জোরদার করা হবে।"
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ। ছবি: রয়টার্স
রাত ১০.৩৯: ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন জেডি ভান্সও।
ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন জেডি ভান্স।
রাত ১০.৩২: দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ। রয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ। ছবি: রয়টার্স
রাত ১০.৩০: ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওয়াশিংটন ডিসিতে হাজির এক যুবক।
ট্রাম্পের শপথ গ্রহণের প্রাক্কালে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ওয়াশিংটন ডিসিতে হাজির এক যুবক। ছবি: আলজাজিরা।
রাত ১০.২৬: মসনদে বসে 'বদলা'র পথে হাঁটতে পারেন ট্রাম্প। এই আশঙ্কায় শেষলগ্নে নিজের ভাইবোনেদের 'রক্ষাকবচ' অর্থাৎ প্রেসিডেন্ট পদের বলে ক্ষমার শংসাপত্র দিয়ে গেলেন বাইডেন।
রাত ১০.২০: 'ক্যাপিটল রটুন্ডা'য় পৌঁছলেন সদ্য নির্বাচিত আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে অনুষ্ঠানও।
নাচে-গানে মেতে উঠেছে ক্যাপিটল। সোমবার।
রাত ১০.১৫: ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির ধনকুবের তথা সিলিকন ভ্যালির 'দানব'রা। রয়েছেন এলন মাস্ক, সুন্দপ পিঁচাই, জেফ বেজস. মার্ক জুকারবার্গরা।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এলন মাস্ক, সুন্দপ পিঁচাই, জেফ বেজস. মার্ক জুকারবার্গরা। সোমবার।
রাত ১০.১২: শপথ সমারোহ ঘিরে কড়া নিরাপত্তা। বজ্র আঁটুনিতে ওয়াশিংটন ডিসির চারপাশে ব্যাহত বিমান চলাচল।
রাত ১০.১০: 'ক্যাপিটল রটুন্ডা'য় পৌঁছলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
রাত ১০.০৬: ক্য়াপিটল বিল্ডিংয়ে পৌঁছলেন প্রাক্তন প্রেসিডেন্টরা। রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশ।
ক্য়াপিটল বিল্ডিংয়ে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশ।
রাত ১০.০০: ক্যাপিটল বিল্ডিংয়ে পৌঁছলেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
রাত ৯.৫০: হোয়াইট হাউজ ছেড়ে বেরলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজ ছেড়ে বেরলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। সোমবার।