shono
Advertisement

Breaking News

Nobel Peace Prize

ট্রাম্পের নোবেল-আশায় জল! শান্তির জন্য পুরস্কৃত ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো

ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া।
Published By: Biswadip DeyPosted: 02:47 PM Oct 10, 2025Updated: 04:19 PM Oct 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। বিশেষ করে বুধবার হামাস ও ইজরায়েলের প্রথম দফার শান্তিচুক্তির পর সেই জল্পনা তুঙ্গে ওঠে। ট্রাম্প নিজেও সেই আশা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত তাঁর আশায় জল ঢেলে নোবেল কর্তৃপক্ষ ঘোষণা করল ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোই পাচ্ছেন এবারের পুরস্কার।

Advertisement

প্রসঙ্গত, মারিয়াকে বলা হয় 'ভেনেজুয়েলার লৌহমানবী'। এই মুহূর্তে তিনি আত্মগোপন করে রয়েছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করার জন্য ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের মধ্যে তাঁর নামও নির্বাচিত হয়েছিল। গত বছর ভেনেজুয়েলার নির্বাচনের পর থেকেই অন্তরালে রয়েছেন তিনি। বলা হয় সেই সময় নিকোলাস মাদুরো ভোটে প্রবল কারচুপি করে ক্ষমতায় আসেন। আর সেই সময় থেকেই আত্মগোপন করেন দেশের প্রধান বিরোধী নেত্রী। এবার তিনিই পেলেন নোবেল শান্তি পুরস্কার। 

অথচ গুঞ্জন ছিল এবারের নোবেল শান্তি পুরস্কার পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে গত কয়েক মাস ধরেই ওই পুরস্কার জয়ের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে নিজের কৃতিত্ব দাবি করেছেন তিনি। জনসমক্ষে ঘোষণা করেন, তিনিই এবারের শান্তির নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নরওয়ের নোবেল কমিটির কাছে তিনি আবেদন জানান এই পুরস্কার তাঁকে দেওয়ার জন্য। পুরস্কার ঘোষণার মাত্র একদিন আগেই ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি চুক্তি নিশ্চিত হওয়ায় চাপ বেড়েছিল নরওয়ের নোবেল কমিটির উপর।

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি বারবার খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু পাকিস্তান গত ২০ জুন ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য। তবে সব আশায় জল ঢেলে দিল নোবেল কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল্পনা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এবছরের নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।
  • বিশেষ করে বুধবার হামাস ও ইজরায়েলের প্রথম দফার শান্তিচুক্তির পর সেই জল্পনা তুঙ্গে ওঠে। ট্রাম্প নিজেও সেই আশা করেছিলেন।
  • অবশেষে তাঁর আশায় জল ঢেলে নোবেল কর্তৃপক্ষ ঘোষণা করল ভেনেজুয়েলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোই পাচ্ছেন এবারের পুরস্কার।
Advertisement