সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা হবে। তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'শান্তির প্রেসিডেন্ট' বলে উল্লেখ করে ইঙ্গিতবাহী পোস্ট করল হোয়াইট হাউস। যদিও ট্রাম্প জানিয়েছেন, তাঁকে নোবেল না দেওয়ার কোনও না কোনও ঠিকই বের করলে নোবেল কমিটি।
বুধবারই ইজরায়েল-গাজার মধ্যে শান্তি চুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইজরায়েল এবং হামাস। এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই হোয়াইট হাউসের তরফে একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডলে। সেখানে ট্রাম্পকে 'শান্তির প্রেসিডেন্ট' বলে উল্লেখ করা হয়েছে। যা থেকে নেট ভুবনে প্রশ্ন উঠছে, তাহলে কি শুক্রবারই ট্রাম্পের নাম উচ্চারিত হবে?
কিন্তু তিনি, খোদ ট্রাম্প কী ভাবছেন? তাঁর কথায়, ''আমার কোনও ধারণা নেই... মার্কো বলতে বলতে পারবে কীভাবে আমরা সাতটা যুদ্ধ থামিয়েছি। অষ্টমটাও থামানোর মুখে। আমার মনে হয়, রাশিয়ার পরিস্থিতিটাও আমরা শুধরে দিতে পারব। মনে হয় না ইতিহাসে আর কেউ এতগুলো যুদ্ধ থামিয়েছে বলে। যদিও ওরা ঠিকই একটা কারণ বের করবে আমাকে নোবেল না দেওয়ার।''
প্রসঙ্গত, সম্প্রতি বারবার নোবেল ভিক্ষা করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। গত শনিবারও তিনি বলেন, “বিশ্বে সাতটা যুদ্ধ আমি থামিয়েছি। প্রত্যেকটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত আমার।” ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি অবশ্য বারবার খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু পাকিস্তান গত ২০ জুন ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
