shono
Advertisement
WPL Auction 2025

আইপিএলের মহা নিলামের পর ফের উড়বে টাকা! কবে, কোথায় বসছে আসর?

আইপিএলের মহা নিলামে উড়েছে ৬৪০ কোটি টাকা। ২৭ কোটি টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পন্থ।
Published By: Arpan DasPosted: 07:41 PM Nov 29, 2024Updated: 07:41 PM Nov 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকদিন আগেই হয়েছে আইপিএলের মহা নিলাম। উড়েছে ৬৪০ কোটি। ২৭ কোটি টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। এবার ফের নিলামের পালা। সেটা অবশ্য আইপিএলে নয়। বরং এবার নিলাম হবে মহিলাদের প্রিমিয়ার লিগের।

Advertisement

১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ডব্লুপিএলের নিলাম। তবে খুব জায়গা ফাঁকা নেই। নিলাম হবে মাত্র ১৯টি জায়গার জন্য। সেখানে ১৪ জন ভারতীয় ও ৫ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন। সবচেয়ে বেশি টাকা রয়েছে গুজরাটের কাছে। তাদের হাতে আছে ৪.৪০ কোটি টাকা।

চলতি মাসের প্রথম সপ্তাহেই WPL-র রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে অবশ্য বিরাট কোনও চমক ছিল না। অধিকাংশ দলই তাদের বেশিরভাগ প্লেয়ারদের ধরে রেখেছিল। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাও তাঁদের ফ্র্যাঞ্চাইজিতেই থাকছেন।

গতবার WPL চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষরা এখনও আইপিএল জিততে না পারলেও, সেই অসাধ্যসাধন করেছেন স্মৃতি মন্ধানারা। ফলে মূল দলটাকেই তারা ধরে রেখেছে। অধিনায়ক স্মৃতিও পুরনো দায়িত্বেই থাকছেন। এছাড়াও থাকছেন এলিসে পেরি, রিচা ঘোষ, সোফি ডিভাইনরা। অন্যদিকে হরমনপ্রীত কৌর থাকছেন মুম্বই ইন্ডিয়ান্সেই। তাদের দলও যথেষ্ট তারকাখচিত। ভারত অধিনায়ক ছাড়া আমেলিয়া কের, পূজা বস্ত্রাকার, যস্তিকা ভাটিয়ারাও মুম্বইয়েই থাকছেন। তবে ছেড়ে দেওয়া হয়েছে ইজাবেলে ওংকে। মুম্বইয়ের হাতে থাকছে ২.৬৫ কোটি টাকা। গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালসের হাতে অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রদ্রিগেজ, মেগ ল্যানিং, রাধা যাদব, শেফালি বর্মার মতো তারকাদের রিটেন করার পরও ২.৫ কোটি টাকা থাকছে।

ইউপি ওয়ারিয়ার্জের অধিনায়ক থাকছেন অজি তারকা অ্যালিসা হিলি। তাদের কাছে এখনও ৩.৯ কোটি টাকা আছে। গুজরাট জায়ান্টস ছেড়ে দিয়েছে স্নেহ রানার মতো তারকাকে। তবে তারা রিটেন করেছে অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, দয়ালান হেমলতা, হারলিন দেওলদের। সবচেয়ে বেশি টাকা আছে তাদের হাতেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র কয়েকদিন আগেই হয়েছে আইপিএলের মহা নিলাম। উড়েছে ৬৪০ কোটি।
  • ২৭ কোটি টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পন্থ। এবার ফের নিলামের পালা।
  • সেটা অবশ্য আইপিএলে নয়। বরং এবার নিলাম হবে মহিলাদের প্রিমিয়ার লিগের।
Advertisement