আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে বক্রী বৃহস্পতি, কর্কটে বক্রী মঙ্গল, কন্যায় কেতু, বৃশ্চিকে রবি ও বুধ বক্রী মকরে শুক্র, কুম্ভে শনি ও চন্দ্র, মীনে রাহু। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
সপ্তাহের প্রারম্ভে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেলেও কর্ম পরিবর্তন করবেন না। চাকুরিজীবীরা সপ্তাহের মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের সাফল্যের সম্ভাবনা। মরশুমি রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। নিজের পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য চাকরি হতে পারে।
বৃষ
স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নতির দ্বার খুলে যাবে। কর্মক্ষেত্রে অকারণ বিতর্ক-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের জন্য কোনও সুখবর আসতে পারে। বহুদিন ধরে চলা ব্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। সন্তানের নতুন যোগাযোগের মাধ্যমে ভিন রাজ্যে কর্মপ্রাপ্তি। ব্যবসায় বিনিয়োগের আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারও স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। মধ্যবয়সি জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধ্যে স্বাস্থ্য পরীক্ষা করান। কৃষিকর্মে যুক্ত ব্যক্তিদের উন্নতি লাভ। অবিবাহিতদের বিবাহযোগ প্রবল।
মিথুন
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যায়। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও ক্ষোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সন্তানদের হাতে বাড়তি অর্থ দেবেন না, এতে তাদের বিলাসিতার দিকে মন যেতে পারে। ব্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
কর্কট
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি। চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থলাভ হবে বেশি। বন্ধু নির্বাচনে সতর্ক থাকুন। কোনও প্রতারকের প্রলোভনে পা দিয়ে অর্থনাশের আশঙ্কা। পৈত্রিক সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে পরিবারে অশান্তি। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা জনসমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় সাধারণ মানুষের মন জয় প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ করবে। কৃষিকার্য, পশুপালন ও মৎস্যচাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতিরিক্ত লাভের মুখ দেখতে পাবেন। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন।
সিংহ
এই সপ্তাহে পিতার স্বাস্থ্য ভালোই যাবে। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত দিক ভালোই যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের- সুযোগ আসবে। বয়ঃসন্ধির সন্তানের উদ্ধত আচরণ কখনওই সমর্থন করবেন না। পরিবারে ভাই- বোনদের ব্যবহারে কষ্ট পেতে পারেন। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। এই সময় কর্মে উন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। অতিরিক্ত পরিশ্রমের জন্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি হতে পারে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সুস্থ থাকার জন্য ক্রোধ ও উত্তেজনা প্রশমন করুন।
কন্যা
সপ্তাহের শুরুতে পরিবারে কোনও সমস্যার ক্ষেত্রে গুরুজনদের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। অত্যধিক ব্যয়ের ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুচিন্তা বৃদ্ধি। ব্যবসায় লাভের মুখ দেখবেন। তবে অন্যায় উপায়ে মুনাফা বাড়ানোর চেষ্টা করবেন না। পরিবারে দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। সপ্তাহের শেষে কোনও আশা পূরণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিন্যে যাবেন না।
তুলা
সপ্তাহের শুরুর দিকে স্বাধীন পেশায় নিযুক্ত জাতক-জাতিকাদের অর্থভাগ্য খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও অভিনেতা-অভিনেত্রীদের জন্য আগামি দিনে ভালো সময় আসছে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জন্য বিবাহ-বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হলেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের নতুন কর্ম-সংস্থানের সুযোগ আসবে। জাতক-জাতিকার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। এই সময় বাবা-মা কারও শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন।
বৃশ্চিক
এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন। বাবা-মায়েরা সন্তানের প্রতি সচেতন হোন। আশা ও নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। পারিবারিক অনুষ্ঠানে সাধ্যের অতীত খরচ করলে মন পাবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে। পরিবারে দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিন্যে যাবেন না। কতিপয় জাতক-জাতিকার উচ্চস্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা।
ধনু
সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। অনাবশ্যক ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পিতা-মাতার দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। ব্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। আপনার ভালমানুষি পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাদের সাফল্য ধরে রাখতে পারবে।
মকর
এই সপ্তাহে অর্থনৈতিক উন্নতি খুব একটা আশা করবেন না। দীর্ঘদিনের কোনও স্বপ্ন এই সময় পূরণ হওয়ার সম্ভাবনা। জাতকের প্রেম-পরিণয়ের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা থাকবে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। বন্ধুবেশী কোনও প্রতারক আপনাকে সমস্যায় ফেলতে পারে। বয়স্করা মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কাজে মন দিতে পারেন। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। সন্তানের আচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। জীবনযাত্রার মান বৃদ্ধির ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ অনুযায়ী চলা উচিত।
কুম্ভ
এই সপ্তাহে আয়ের তুলনায় ব্যয় একটু বেশি হলেও সঞ্চয় মন্দ হবে না। এই সময় নতুন ব্যবসারও যোগাযোগের সম্ভাবনা আছে। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। তবে ভয়ের কোনও কারণ নেই। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর অবধি গড়াতে পারে। কর্মজীবনে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। সংগীত ও নৃত্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।
মীন
সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। সড়কপথে কোনও ভ্রমণের পরিকল্পনা করবেন না। সন্তানদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। কতিপয় ব্যবসায়ীর শুল্ক-সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। পরিবারে আপনি সকলের জন্য কর্তব্য করলেও গুরুজন স্থানীয় কারও ব্যবহারে দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে ও আয়ও বাড়বে। অপরিচিত ব্যক্তির কথায় কোনও বিনিয়োগ করবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll