করোনা LIVE UPDATE: উত্তরবঙ্গে আরও এক আক্রান্তের মৃত্যু, বাড়ছে আতঙ্ক

08:22 AM Jun 05, 2020 |
Advertisement

দেশের লকডাউন ৫.০ চলছে। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্যত্র শুরু হয়েছে আনলক ওয়ানের প্রথম পর্যায়। এই মুর্হূতে ভারতেও আক্রান্তের সংখ্যা  ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪৮ জনের।পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬,৮৭৬ জন। মৃতের সংখ্যা ২৮৩। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

Advertisement

দুপুর ৩.৩০:  ২ লক্ষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চাইছেন না, শীর্ষ আদালতে জানাল দিল্লি সরকার।
দুপুর ৩.২০:
১৫ দিনের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 
দুপুর ২.১৫:
ইএনটি  ডাক্তারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক।

Advertising
Advertising

দুপুর ২.১০: স্বাস্থ্যমন্ত্রকের তিন আধিকারিক করোনা আক্রান্ত।
দুপুর ২.০০:
উত্তরবঙ্গে আরও এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল। শুক্রবার সকালেই রিপোর্ট পজিটিভ আসে। অন্য হাসপাতালে পাঠানোর আগেই মৃত্যু হয় তার। এ নিয়ে উত্তরবঙ্গে তিন করোনা আক্রান্তের মৃত্যু হল।
দুপুর ১২.৩০: 
বিশ্বব্যাপী মহামারির জের। আগামী এক বছর নতুন কোনও প্রকল্প শুরু করবে না অর্থ মন্ত্রক। শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্য মন্ত্রকগুলিকেও নতুন প্রকল্পের আবেদন জানাতে নিষেধ করা হয়েছে।


দুপুর ১২.১৫:
DRDO’তে করোনার হানা। এক কর্মী আক্রান্ত। এরপরই  দিল্লিতে ডিআরডিওয়ের হেড কোয়ার্টার বন্ধ করে দেওয়া হয়েছে। স্যানিটাইজেশনের পর তা খোলা হবে।
দুপুর ১২.১০:
পুরুলিয়াতে একদিনে ৪৩ জন করোন পজিটিভ। সকলেই পরিযায়ী  শ্রমিক। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ৬১।

দুপুর ১১.৪৫: মহারাষ্ট্রের করোনায় আক্রান্ত ২৫১৬ জন পুলিশ কর্মী।
সকাল ১১.১৫: দিল্লি মেট্রোর ২০ কর্মী করোনা আক্রান্ত। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সকাল ১০.০০: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯১ হাজাপ মানুষের।

সকাল ৯.২০: রেকর্ড সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৮৫১ জন। ফলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭৩ জনের। দেশে মৃতের  সংখ্যা বেড়ে ৬ হাজার ৩৪৮ জন। শুক্রবার এমনটাই জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।


সকাল ৮.৪৮:
উত্তর দিল্লির পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত। রাজধানীতে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। 
সকাল ৮.৩০:
হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে ঝুঁকি রয়েছে, এই সংক্রান্ত গবেষণাপত্র সরালো ল্যাঞ্চেট। অভিযোগ, একটি সংস্থার তরফে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তারা এই গবেষণাপত্র তৈরি করেছিলেন। সেই তথ্য নিয়ে প্রশ্ন ওঠায় ওই গবেষণাপত্র সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল ৮.১৫:
করোনা রোখার দাওয়াইয়ের খোঁজে হন্যে গোটা বিশ্ব। সেই ভ্যাকসিনের খোঁজে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করল চিন। 

সকাল ৮.১০: দেশের রাজধানীতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে ১০টি রেল কোচকে কোভিড ওয়ার্ড বানানো হল।

সকাল ৮.০০: ৮ জুন থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অফিস, শপিং মল, রেস্তরাঁ, ধর্মীয় স্থান খুলে যাচ্ছে। তবে মানতে হবে নির্দিষ্ট নিয়ম কানুন। তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার।

The post করোনা LIVE UPDATE: উত্তরবঙ্গে আরও এক আক্রান্তের মৃত্যু, বাড়ছে আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next