shono
Advertisement

সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের পিঠ বাঁচাতে ফের আসরে চিন

চিন যতই নিরপেক্ষ অবস্থানের ‘ভান’ করুক, আসলে পাকিস্তানের প্রতি তাদের পক্ষপাতিত্ব কোনওভাবেই গোপন থাকছে না৷ The post সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের পিঠ বাঁচাতে ফের আসরে চিন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Oct 17, 2016Updated: 05:44 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস প্রসঙ্গে ফের পাকিস্তানকে আড়াল করতে আসরে নামল চিন৷ ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নাম না করেই প্রতিবেশী দেশকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে তুলে ধরেছিলেন সদস্য দেশগুলির সামনে৷ তার প্রতিবাদে সরব হয়েছে পাক প্রশাসনও৷ এবার চিনও পাকিস্তানের সুরেই সুর মেলাল৷ জানাল, সন্ত্রাস দমনে পাকিস্তানের ত্যাগের কথাও মনে রাখা উচিত আন্তর্জাতিক মহলের৷

Advertisement

কাশ্মীর প্রসঙ্গে বরাবর পাকিস্তানকেই সমর্থন করে এসেছে চিন৷ যদিও উরি হামলার পর আনুষ্ঠানিকভাবে চিনের তরফে বলা হয়েছিল, পাকিস্তানের ভারত বিরোধিতা পুরোপুরি সমর্থন করছে না তারা৷ কিন্তু তা যে স্রেফ মুখের কথা তা ফের প্রমাণ হয়ে গেল৷ জৈশ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণা করার ক্ষেত্রে চিনের বাধাদানেই স্পষ্ট হয়েছিল তাদের দুমুখো নীতি৷ এদিকে সন্ত্রাস বিরোধিতায় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া, আমেরিকা৷ কৌশলগতভাবেই ব্রিকস সম্মেলনে তাই মোদি বলেন, দু’জন নতুন বন্ধুর থেকে পাশে একজন বিশ্বস্ত পুরনো বন্ধু থাকা ভাল৷ ইঙ্গিত ছিল স্পষ্ট৷ আর প্রত্যাশামতোই তার উত্তর এল চিনের থেকে৷ পাকিস্তান যখন কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে ব্যাখ্যা করে সেখানে ভারতের সন্ত্রাসের অভিযোগ তুলছে, তখন কার্যত পাকিস্তানের পাশেই দাঁড়াল চিন৷ চিনের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহলের মনে রাখা উচিত সন্ত্রাস নিয়ে কতটা ত্যাগ স্বীকার করেছে পাকিস্তান৷ এছাড়া তাদের দাবি, সন্ত্রাসের প্রশ্নে কোনও একটি দেশ বিশেষত কোনও একটি জাতির নাম জুড়ে দেওয়ার বিরোধিতা করছে তারা৷

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, “সন্ত্রাস বিরোধিতার প্রশ্নে চিনের অবস্থান একই আছে৷ ভারত ও পাকিস্তান দুই দেশই সন্ত্রাসের শিকার৷ কিন্তু সন্ত্রাস মোকাবিলা করতে পাকিস্তানকেও যে ত্যাগ স্বীকার করতে হয়েছে তা মনে রাখতে হবে৷ ভারত ও পাকিস্তান দু’দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক ভাল৷ ভারত-পাকের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তা শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মধ্যেই মেটা সম্ভব৷ গোয়ায় ব্রিকস সম্মেলনে সন্ত্রাস বিরোধিতার প্রসঙ্গে এসেছে, সেই প্রেক্ষিতেই আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি৷”

চিন যতই নিরপেক্ষ অবস্থানের ‘ভান’ করুক, আসলে পাকিস্তানের প্রতি তাদের পক্ষপাতিত্ব কোনওভাবেই গোপন থাকছে না৷ বারবার সন্ত্রাস প্রশ্নে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে যে আড়াল করেছে চিন তা যেন আরও একবার প্রমাণিত হল চিনের এই অবস্থানে৷

The post সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের পিঠ বাঁচাতে ফের আসরে চিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement