shono
Advertisement

রনজিতে রেকর্ড রানের পার্টনারশিপ গড়লেন দুই ক্রিকেটার

অপরাজিত ৫৯৪ রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা৷ যা রনজিতে এর আগে কোনও জুটি করতে পারেনি৷
Posted: 01:48 AM Oct 15, 2016Updated: 08:18 PM Oct 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের হয়ে রনজিতে শতরান হাঁকিয়ে যুবরাজ সিং নির্বাচকদের বুঝিয়ে দিতে চেয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি৷ তবে শুক্রবার সবাইকে পিছনে ফেলে দিল স্বপ্নিল গুগালে ও অঙ্কিত বাউনের দাপুটে ব্যাটিং৷ আর সেই সঙ্গে রনজিতে দিল্লির বিরুদ্ধে জোড়া ইতিহাস তৈরি করে ফেললেন মহারাষ্ট্র দলের এই দুই ক্রিকেটার৷

Advertisement

অপরাজিত ৫৯৪ রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা৷ যা রনজিতে এর আগে কোনও জুটি করতে পারেনি৷ আর দুই ক্রিকেটারের ব্যক্তিগত রান শুনলে অবাক তো হতেই হয়৷ গোটা দল এক ইনিংসে অনেক সময় যা রান তুলতে পারে না, স্বপ্নিল একাই তা করে দেখালেন৷ ৩৫১ রানে অপরাজিত রইলেন তিনি৷ অপারাজিত ২৫৮ রান করে মাঠ ছাড়লেন অঙ্কিত৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রনজির দ্বিতীয় দিন আরও একটি রেকর্ডের সাক্ষী থাকলেন দর্শকরা৷ রনজিতে প্রথমবার কোনও নিরপেক্ষ মাঠে এত বড় রানের পার্টনারশিপ তৈরি হল৷ মাত্র ২ উইকেট হারিয়ে ৬৩৫ রানে ইনিংস ডিক্লেয়ার করলেন মহারাষ্ট্রের অধিনায়ক স্বপ্নিল৷

ব্যাট হাতে নামার পর থেকেই দিল্লির বোলারদের রীতিমতো ঘাম ঝরিয়ে দিলেন দুই ক্রিকেটার৷ দু’জনে খেললেন ১০২১টি বল৷ ৫৫টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মারেন তাঁরা৷ মাত্র ৩০টি রানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড ভাঙা হল না তাঁদের৷ আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ পার্টনারশিপের মালিক দুই শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে৷ ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৬২৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা৷ সেই রেকর্ড অক্ষুণ্নই রয়ে গেল৷ রনজিতে এর আগে সর্বোচ্চ পার্টনারশিপ ছিল ৫৭৭ রানের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement