shono
Advertisement

ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের

গোরক্ষপুরের এই ঘটনা সামনে আসতেই উঠেছে সমালোচনার ঝড়৷ The post ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:41 PM Jan 31, 2019Updated: 03:49 PM Jan 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  স্কুলে একই বেঞ্চে বসে পড়াশোনা করে তারা৷ একে অপরের মধ্যে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক৷ স্কুল শেষে দুই বন্ধুর সঙ্গে কথা বলেছিল৷ এটাই ছিল তাদের ‘অপরাধ’৷ প্রথমে হাত-পা বেঁধে লোহা দিয়ে ছেঁকা, তারপর  মল ও মূত্র খাওয়ানো হল দুই নাবালিকাকে। তারা আবার সম্পর্কে দুই বোন৷ যোগীর রাজ্যে ঘটা এহেন ঘটনা প্রকাশ্যে আসার পরই উঠেছে সমালোচনার ঝড়৷

Advertisement

[শুরু বাজেট অধিবেশন, রাফালে নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি]

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ওই দুই নাবালিকা৷ একই স্কুলে পড়ে দুই বোন৷ অভিযোগ, তাদের ক্লাসেরই দু’জন ছেলের সঙ্গে কথা বলেছিল ওই দুই বোন৷ তা দেখে ফেলেন পরিজনেরা৷ দেখেন এলাকার মাতব্বররাও৷ স্থানীয়দের দাবি, মেয়ে হয়ে ছেলের সঙ্গে কথা বলাও  নাকি ‘অপরাধ’!  গ্রামে সালিশি সভা বসে৷ মাতব্বরদের নিদান মেনে বেঁধে রাখা হয় দু’জনকে৷ এরপর গরম লোহা দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছেঁকাও দেওয়া হয়। পরিবারের লোকের কোনও আপত্তিতে কান না দিয়ে ‘ভুল’ কাজ করার জন্য রীতিমতো মলমূত্রও খাওয়ানো হয় দু’জনকে৷ এমনকী, গ্রামের মাতব্বররা ওই দুই নাবালিকাকে এলাকা ছাড়া করে দেওয়ারও নিদান দিয়েছে বলে অভিযোগ৷ বাধ্য হয়েই ওই দু’জনকে নেপাল সীমান্তে ছেড়ে দিয়ে আসতে গিয়েছিলেন পরিবারের লোকেরাই।

[প্রদর্শনীর মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২৫০টি দোকান]

এদিকে লোকমুখে ছড়িয়ে পড়ে অত্যাচারের কথা৷ একটি স্বেচ্ছাসেবী সংস্থার কানে পৌঁছয় এই ঘটনার খবর৷ নাবালিকাদের খোঁজখবর নেন ওই সংস্থার কর্মীরা৷ নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন তাঁরা৷ নাবালিকারা জানায়, দুই কিশোরের সঙ্গে কথা বলার জেরেই তাদের উপর এমন নির্মম অত্যাচার করা হয়েছে৷ আপাতত স্বেচ্ছাসেবী সংস্থার হেফাজতেই রয়েছে ওই দুই নাবালিকা৷ পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছেন তাঁরা৷ স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

The post ছেলেদের সঙ্গে কথা বলার শাস্তি, দুই নাবালিকাকে গরম লোহার ছেঁকা মাতব্বরদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement