shono
Advertisement

Breaking News

Andhra Pradesh

ভোপাল দুর্ঘটনার ছায়া অন্ধ্রপ্রদেশে! বিষাক্ত গ্যাস লিক করে মৃত ১, অসুস্থ বহু

একটি ওষুধ তৈরির কারখানা থেকে লিক হল বিষাক্ত গ্যাস।
Published By: Anwesha AdhikaryPosted: 06:04 PM Nov 27, 2024Updated: 08:51 PM Nov 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার আতঙ্ক ফিরে এল অন্ধ্রপ্রদেশে। একটি ওষুধ তৈরির কারখানা থেকে লিক হল বিষাক্ত গ্যাস। ইতিমধ্যেই কারখানার এক কর্মীর মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসের জেরে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৯ জন কর্মীকে। অসুস্থ হয়ে পড়া কর্মীর সংখ্যা আরও বাড়ছে বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, অন্ধ্রের আনাকাপল্লির একটি ওষুধের কারখানায় দুর্ঘটনাটি ঘটেছে। টাগুর ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় আচমকাই হাইড্রোজেন ক্লোরাইড লিক করতে শুরু করে। গোটা কারখানাজুড়ে ছড়িয়ে পড়ে সেই বিষাক্ত গ্যাস। সেই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়েন কারখানার অন্তত ২০জন কর্মচারী। তাঁদের মধ্যে ৮ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ওষুধের কারখানার এক কর্মচারীর মৃত্যু হয়। তবে সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসাধীন সাত জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে তাঁদের। জানা গিয়েছে, কারখানার কর্মী, ওড়িশার বাসিন্দা ২৩ বছর বয়সি অমিতের মৃত্যু হয়েছে গ্যাস লিক হওয়ার জেরে। ওই কারখানায় সবমিলিয়ে ১৮০ জন ছিলেন বুধবার। তবে দুর্ঘটনার সময়ে অনেকেরই ছুটি হয়ে হয়ে গিয়েছিল।

কী করে এমন দুর্ঘটনা ঘটল? কারখানার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৪০০ লিটার হাইড্রোজেন ক্লোরাইড ছড়িয়ে পড়েছিল মেঝেতে। প্রাথমিকভাবে কেউ বুঝতে পারেননি। তবে রাত বাড়তে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন কর্মীরা। তার পরে কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয়দের দাবি, গ্যাস লিক হওয়ার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ।
 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টাগুর ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামে ওই কারখানায় আচমকাই হাইড্রোজেন ক্লোরাইড লিক করতে শুরু করে।
  • কারখানার কর্মী, ওড়িশার বাসিন্দা ২৩ বছর বয়সি অমিতের মৃত্যু হয়েছে গ্যাস লিক হওয়ার জেরে।
  • কারখানার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৪০০ লিটার হাইড্রোজেন ক্লোরাইড ছড়িয়ে পড়েছিল মেঝেতে।
Advertisement