shono
Advertisement
Murshidabad

পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ শিশু, মৃত ১

শিশু মৃত্যুর পর শোকের ছায়া এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 02:46 PM Jul 14, 2024Updated: 08:05 PM Jul 14, 2024

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: বাড়ির পাশে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক শিশুর। গুরুতর অসুস্থ আরও এক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে।রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালখানদিয়ারে। এদিকে, ঘাটালের খরকপুরে জলে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের ২ শিশুর। সম্পর্কে তারা ভাই-বোন।  

Advertisement

পুলিশ ও শিশুদের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন থাকায় বাড়ির পাশের নদীতে স্নান করতে গিয়েছিল চার শিশু। ইমরান শেখ (১০) আজিজ শেখ (৮) ইকবাল শেখ (১০) ও মেহিদি হাসান (৯) চারজন একসঙ্গে জলে নামে। এদের মধ্যে ইমরান ও আজিজ সম্পর্কে দাদা-ভাই। স্নান করতে নেমেই তারা প্রত্যেকেই তলিয়ে যেতে থাকে। স্থানীয়দের তৎপরতায় তাঁদের সবাইকেই উদ্ধার করা হয়।

[আরও পড়ুন: ভারত-বাংলাদেশে জলপথে পণ্য পরিবহণে এবার আরও সুবিধা]

উদ্ধারের পর তাদেরকে জঙ্গিপুর হাসপাতালে (Jangipur Sub Divisional Hospital) নিয়ে যাওয়া হলে আজিজ ও ইকবালের অবস্থা সংকটজনক বলা হয়। পরে আজিজের মৃত্যু হয়। ইকবালের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। বাকি দুইজন ইমরান ও মেহিদিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শিশু মৃত্যুর পর শোকের ছায়া এলাকায়।

[আরও পড়ুন: দুবছর ধরে নিখোঁজ কিশোর পুত্র! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাই কোর্টে উত্তরপাড়ার দম্পতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লালখানদিয়ারে।
  • বাড়ির পাশে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্য়ু হল এক শিশুর।
  • গুরুতর অসুস্থ আরও এক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। ঘটনার ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
Advertisement