shono
Advertisement

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, গাড়ি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ১১

প্রধানমন্ত্রী টুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
Posted: 01:12 PM Aug 31, 2021Updated: 01:53 PM Aug 31, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল রাজস্থান (Rajasthan)। একটি গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে সেখানকার নাগৌরে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৭ জন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্যে কামনাও করেছেন তিনি।

Advertisement

দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে শ্রী বালাজি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের দ্রুত বিকানিরের নোখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সকলেই মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর বাসিন্দা।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের সকলের চিকিৎসার খরচও তাঁর সরকার বহন করবে বলে শিবরাজ জানিয়েছেন।

[আরও পড়ুন: টিকাতেও মিলবে না সুরক্ষা, করোনার নতুন স্ট্রেন আরও সংক্রামক! নয়া দাবি গবেষকদের]

[আরও পড়ুন: ঘাটাল মাস্টার প্ল্যান: কেন্দ্রের উপর চাপ বাড়াতে দিল্লিতে একাধিক বৈঠকে রাজ্যের মন্ত্রী, বিধায়করা]

দুর্ঘটনার পরে প্রধানমন্ত্রী টুইট করে সমবেদনা জানান। তিনি লিখেছেন, ”রাজস্থানের নাগৌরে যে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement