shono
Advertisement

স্কুলে ১২০ পড়ুয়াকে রড ও পাইপ দিয়ে বেধড়ক মার! তুমুল চাঞ্চল্য মালদহে

৬ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন অভিভাবকরা।
Posted: 07:58 PM Nov 09, 2023Updated: 08:01 PM Nov 09, 2023

বাবুল হক, মালদহ: ১২০ জন পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) গাজোল গ্রামীণ হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি স্কুলে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায় মালদহে।

Advertisement

মালদহের গাজোলের এই বেসরকারি স্কুলটি পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত। অভিযোগ, স্কুলের ৬ জন শিক্ষক পঞ্চম থেকে দশম শ্রেণির মোট ১২০ জন পড়ুয়াকে গত মঙ্গলবার রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন। শরীরের বিভিন্ন জায়গায় চোট আঘাত লাগে। রক্তারক্তি কাণ্ড ঘটে। মারধরের জেরে রীতি মতো অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। অভিযোগ, মারধরের পর ছাত্রদের ভয় দেখানো হয় যাতে তারা বাড়িতে কিছু না জানায়। স্বাভাবিকভাবেই তারা বাড়িতে কিছু জানায়নি। তবে ঘটনাচক্রে বিষয়টা প্রকাশ্যে চলে আসে।

[আরও পড়ুন: তৃণমূল সমর্থক হলেই ছাঁটাই! নন্দীগ্রামের পঞ্চায়েতে ‘বদলা’র শিকার অস্থায়ী কর্মীরা]

অভিভাবকেরা বিষয়টা জানার পরই চরমে ওঠে অশান্তি। অভিযুক্ত ৬ শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে গাজোল থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এদিকে অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। তবে কেন এভাবে মারধর করা হল ছাত্রদের। তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

[আরও পড়ুন: বিজয়া সম্মিলনীতে গোপন ষড়যন্ত্র তৃণমূল বিধায়কের! ফাঁস করল মাইক্রোফোন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার