shono
Advertisement

‘টুয়েলভথ ফেল’-এর ‘পথের পাঁচালী’ কানেকশন! ফাঁস করলেন পরিচালক বিধুবিনোদ চোপড়া

নেপথ্যের এই কাহিনি সিনেমার মতোই রোমাঞ্চকর।
Posted: 05:07 PM Jan 10, 2024Updated: 05:15 PM Jan 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেইশের বক্স অফিসে মাস্টারস্ট্রোক খেলেছেন পরিচালক বিধুবিনোদ চোপড়া ও নায়ক বিক্রান্ত মাসে। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছে ‘টুয়েলভথ ফেল’ (12th Fail)। এই ছবিতেই রয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ কানেকশন। গল্প নয় সত্যি! নেপথ্যের এই কাহিনি সিনেমার মতোই রোমাঞ্চকর। জানালেন খোদ পরিচালক।

Advertisement

এক সাক্ষাৎকারে ‘টুয়েলভথ ফেল’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রসঙ্গ উঠতেই পরিচালক জানান, ছবির প্রথম এডিটে প্রথমে তিনি ‘পথের পাঁচালী’র মিউজিকই ব্যবহার করেছিলেন। এর স্বত্বও তাঁর কেনা রয়েছে। কিন্তু শেষমেশ আর তাঁর সাহসে কুলায়নি। তাই সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রকে ডেকে গোটা বিষয়টি জানান আর বলেন, “কিছু একটা করা যাক।”

[আরও পড়ুন: ‘আহা! উস্তাদজির হাতের সেই বিরিয়ানি’, নস্ট্যালজিয়ায় ভাসলেন মীর]

এর পরই বিধু বলেন, “ও (শান্তনু মৈত্র) প্রায় আড়াই মাস স্টুডিওতে কাটিয়েছে। আমরা মাত্র তিনটে বাদ্যযন্ত্র ব্যবহার করেছিলাম। একটা সেতার, একটা সরোদ আর একটি মাত্র বাঁশি। কারণ এই কয়েকটাই রবিশঙ্কর ব্যবহার করেছিলেন। কিন্তু কোনও একটা কিছু একটা যেন ঠিক হচ্ছিল না। সঙ্গীত পরিচালক দারুণ, সুরও কারেক্ট, তাহলে সমস্যা কোথায়? ভাবতে ভাবতে অবশেষে বুঝলাম, আমাদের সেতারটা তো এই সময়ের। তাতে তো একই সুর বাজে না। শেষে কাজ বন্ধ করে এক সপ্তাহ ধরে সেতার খোঁজা হল। তার পর পঞ্চাশ বছরের পুরনো এক সেতার পাওয়া গেল। তা দিয়েই পুরো কাজ আবার করা হল।”

গত বছরের অক্টোবর মাসে মুক্তি পায় ‘১২ ফেল’। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বাস্তব কাহিনিই সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক। ছবিতে বিক্রান্ত মাসের অভিনয় তুমুল প্রশংসিত হয়েছে। তাঁকে পরবর্তী জাতীয় পুরস্কারের অন্যতম দাবিদারও মনে করা হচ্ছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবিটিকে অস্কারেও পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: লোকসভা ভোটে চাঁদনি চকের প্রার্থী অক্ষয়! চমক দিতে পারে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement