shono
Advertisement

নৃশংস! রাজস্থানে কিশোরীকে গণধর্ষণের পর খুন! ইটভাটায় মিলল পোড়া দেহাংশ

৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
Posted: 01:57 PM Aug 03, 2023Updated: 01:59 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ১৪ বছরের নাবালিকাকে নৃশংস হত্যায় চাঞ্চল্য। স্থানীয় ইটভাটা থেকে কিশোরীর পোড়া দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশের অনুমান, গণধর্ষণের পর হত্যা করা হয়েছিল নাবালিকাকে। প্রমাণ লোপাট করতে পুড়িয়ে দেওয়া হয় দেহ। দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তিন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মায়ের সঙ্গে ছাগল চড়াতে বেরিয়েছিল ভিলওয়ারার বাসিন্দা নাবালিকা। একটি সময় উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরই নিখোঁজ হয় কিশোরী। সন্ধে নামার পরেও ঘরে না ফেরায় তাকে খুঁজতে বের হয় পরিবার এবং প্রতিবেশী গ্রামবাসীরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে স্থানীয় ইটভাটায় মেলে নাবালিকার আধপোড়া দেহ।

[আরও পড়ুন: পড়াশোনার চাপ? কোটায় আত্মঘাতী আরও এক পড়ুয়া, চলতি বছরেই মৃত ১৭]

পরিবারের অভিযোগ, নাবালিকা নিখোঁজ হওয়ার পর থানায় জানানো হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনকী হেনস্তা করা হয় অভিযোগকারীদের। কিশোরীর জন্মের শংসাপত্র চান কর্তব্যরত পুলিশ আধিকারিক। গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ দেখালে সক্রিয় হয় পুলিশ। এরপরেই কিশোরীর দেহাংশ উদ্ধার করা হয়। তার রুপোর নুপূরওটিও মেলে। সন্দেহভাজন তিন স্থানীয় ব্যক্তিকে আটক করে জেরা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সোচ্চার হয়েছে নাবালিকার পরিবার এবং প্রতিবেশী গ্রামবাসীরা।

[আরও পড়ুন: আলকায়দা জঙ্গি সন্দেহে গুজরাটে গ্রেপ্তার বাংলার তিন যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র

এদিকে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ভোটমুখী রাজস্থানে রাজনীতির রং লেগেছে। ভিলওয়ারাতে পৌঁছে গেছেন বিজেপি নেতা-কর্মীরা। গেহলট সরকারের অপশাসন নিয়ে সরব হয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement