shono
Advertisement

নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৮৮ জন

সুস্থতার হার ৯৭. ৬৭ শতাংশ। 
Posted: 09:30 PM Mar 07, 2021Updated: 09:36 PM Mar 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্নমুখী রাজ্যের কোভিড (COVID) গ্রাফ। একদিনে সংক্রমিত ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন রাজ্যের ১ জন। সুস্থতার হার ৯৭. ৬৭ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত ১৮৮ জনের মধ্যে ৬২ জন কলকাতার। ৩৯ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুই জেলা। এছাড়াও অন্যান্য প্রায় সব জেলা থেকেই এদিন কমবেশি আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৭৬, ৬২৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার এক বাসিন্দার। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ২৭৮। 

[আরও পড়ুন: ভোটার তালিকায় দু’জায়গায় নাম তৃণমূল প্রার্থীর, কমিশন–বিজেপি আঁতাতের অভিযোগ ]

তথ্য অনুযায়ী একদিনে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন ২৩৭ জন। তাঁদের মধ্যে ৬০ জন করে কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এছাড়াও অন্যান্য জেলার অনেক আক্রান্তই এদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। ফলে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৬৩, ১৮২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০, ২৫৯ জনের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার