shono
Advertisement

ভারত-পাক যুদ্ধে প্রাণ হারাতে পারেন ২.১ কোটি মানুষ, মুছতে পারে বর্ষা ঋতুর অস্তিত্ব

গবেষণা অনুযায়ী, ভারত-পাক যু‌দ্ধে প্রথম সপ্তাহেই বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযু‌দ্ধে নিহত মানুষের অর্ধেক সংখ্যক মানুষ প্রাণ হারাবেন! The post ভারত-পাক যুদ্ধে প্রাণ হারাতে পারেন ২.১ কোটি মানুষ, মুছতে পারে বর্ষা ঋতুর অস্তিত্ব appeared first on Sangbad Pratidin.
Posted: 03:16 PM Sep 30, 2016Updated: 09:46 AM Sep 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহ্যের সীমা ছাড়িয়েছে প্রতিবেশী৷ অতএব প্রত্যাঘাত৷ না জানা নেই, যুদ্ধের ফলে রাষ্ট্রের স্বার্থ ছাড়া আদৌ কোনওদিন কোনওকিছুর সমাধান হয়েছে কি না৷ কিন্তু এটা নিশ্চিত যে আজ বাদে কাল ভারত-পাক যুদ্ধ যদি সত্যিই হয়, কয়েকটি পরমাণু অস্ত্রও যদি তারা নিক্ষেপ করে পরস্পরের উপরে, এর ফলে প্রাণ হারাতে পারেন ন্যূনতম দুই কোটি দশ লক্ষ মানুষ৷ শুধু তাই নয়, ওজোনস্তরের যে সামান্যতম অংশও অবশিষ্ট রয়েছে, তার অর্ধেকেরও বেশি নষ্ট হয়ে যেতে পারে এই যুদ্ধের ফলে৷ অতি-বেগুনি রশ্মি প্রবেশের পথ হবে আরও সহজ৷ পরমাণু যুদ্ধের ফলে ‘নিউক্লিয়ার উইন্টার’-এর শীতলতা গ্রাস করবে সারা বিশ্বকে৷ বর্ষা ঋতুর অস্তিত্ব মুছতে পারে৷ সারাবিশ্বব্যাপী কৃষিক্ষেত্রেও এর বিপুল প্রভাব পড়বে৷
বিজেপির রাজ্যসভার সদস্য এম পি সুব্রহ্মণ্যম স্বামী গত ২৩ সেপ্টেম্বর বলেছেন, যদি এক কোটি ভারতীয় পাকিস্তানের পরমাণু হামলায় প্রাণ হারান, তাহলে পাকিস্তানকেই মুছে দেওয়ার ক্ষমতা রাখে ভারত৷ অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা এম আসিফ ভারতকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন৷ মার্কিন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে আসা তথ্য বলেছে, পরমাণু যুদ্ধের ফল হতে পারে মারাত্মক৷ আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়, কলোরাডো-বোল্ডার বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ভারত-পাক যু‌দ্ধে প্রথম সপ্তাহেই বিস্ফোরণের ফলে দ্বিতীয় বিশ্বযু‌দ্ধে নিহত মানুষের অর্ধেক সংখ্যক মানুষ প্রাণ হারাবেন৷ এরপর পোড়ার ক্ষত কিংবা রেডিয়েশনের কারণেও প্রাণ হারাবেন আরও অনেকে৷ সাউথ এশিয়ার টেররিজম পোর্টাল ডেটা বলছে, ২০১৫ পর্যন্ত যত মানুষ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন, তার প্রায় ২,২২১ গুণ মানুষ প্রাণ হারাবেন এই যুদ্ধের ফলে৷ ‘ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার’-এর ২০১৩ সমীক্ষা অনুযায়ী, যুদ্ধের ফলে আবহাওয়ার বিপুল পরিবর্তনে সারা বিশ্বের দুশো কোটি মানুষ মারা যাবে অনাহারে৷

Advertisement

The post ভারত-পাক যুদ্ধে প্রাণ হারাতে পারেন ২.১ কোটি মানুষ, মুছতে পারে বর্ষা ঋতুর অস্তিত্ব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement