shono
Advertisement

Breaking News

ফের সংঘর্ষ উপত্যকায়, নিকেশ ২ হিজবুল জঙ্গি

ফের সেনার জালে জঙ্গি৷ The post ফের সংঘর্ষ উপত্যকায়, নিকেশ ২ হিজবুল জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 AM Sep 11, 2017Updated: 05:45 AM Sep 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সফর চলাকালীন ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উপত্যকায়৷ ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার সেনার হাতে জীবন্ত ধরা পড়ল এক জঙ্গি৷ সোমবার, ভোরে কাশ্মীরের কুলগাম জেলায় শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ বেশ কিছুক্ষণ এককাউন্টার চলার পর খতম হয় দুই জঙ্গি৷ গ্রেপ্তার করা হয় এক জঙ্গিকে৷

Advertisement


কুলগামের খুদওয়ানি গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী৷ তারপরই দ্রুত এলাকা ঘিরে ফেলে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ পালানোর পথ না পেয়ে জওয়ানদের উদ্দেশ্যে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ শুরু হয় প্রবল গুলিযুদ্ধ৷ বেশ কিছুক্ষণ চলা সংঘর্ষের পর নিকেশ হয় দাউদ আহমেদ আলি ও সাইয়ার আহমেদ ওয়ানি নামে দুই হিজবুল জঙ্গি৷ এছাড়াও সেনার জালে পড়ে অপর এক জঙ্গি আরিফ সফি৷ মৃত জঙ্গিদের কাছ থেকে একে-৪৭ রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়৷

উল্লেখ্য, ৪৮ ঘন্টার মধ্যে ফের এক জেহাদিকে জীবন্তে পাকড়াও করল সেনা৷ রবিবার সোপিয়ানে সেনার হাতে নিকেশ হয় হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ নেতা তারিক আহমেদ ভাট৷ গ্রেপ্তার হয় লস্কর জঙ্গি আদিল দার৷ সম্প্রতি, উপত্যকায় জঙ্গি দমনে কৌশল পালটেছে সেনাবাহিনী৷ এবার নির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে জঙ্গিদলগুলির শীর্ষ নেতাদের খতম করছে সেনা৷ ফলে নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছে জঙ্গি ‘স্লিপার সেল’গুলি৷ এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহার করে জঙ্গি মাথাদের ফোনে আড়ি পেতেছেন গোয়েন্দারা৷ ফলে সেনার হাতে চলে আসছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য৷ এছাড়াও পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে অভিযান চলাকালীন পাথর নিক্ষেপকারীদের আটকে দেওয়া হচ্ছে৷ ফলে জনতার আড়াল নিয়ে পালাতে পারছে না জঙ্গিরা৷

[ইজরায়েলের অস্ত্রেই রোহিঙ্গা জঙ্গি খতম করবে মায়ানমার]

The post ফের সংঘর্ষ উপত্যকায়, নিকেশ ২ হিজবুল জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement